লালমনিরহাটে অলিতে-গলিতে অবৈধ ক্লিনিক, আকাশ ক্লিনিকেই এক মাসে দুইজনের মৃত্যু!

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

লালমনিরহাটের অলিতে-গলিতে চিকিৎসা সেবার নামে অবৈধ ভাবে গজিয়ে উঠেছে অসংখ্য অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যার অধিকাংশ নেই বৈধ কাগজপত্র। ডাক্তারদের সাথে যোগসাজশে ক্লিনিক মালিকগন চিকিৎসা সেবাকে ইতিমতো ব্যবসা পরিনিত করেছেন। ফলে এক মাসের ব্যবধানে আকাশ ক্লিনিকে ভুল চিকিৎসায় এক নারী ও এক নবজাতকের মৃত্যুর হয়েছে। অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নামে অনেকটা চোর-পুলিশ খেলা হচ্ছে।

জানা গেছে, জেলা শহরের অলিতে-গলিতে গজিয়ে উঠা বেশির ভাগ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক স্থানীয় রাজনৈতিক নেতা এবং সরকারি হাসপাতালের ডাক্তারসহ কর্মকর্তা-কর্মচারী। তারা কোনো কিছুরই তোয়াক্কা করেন না। এসব অবৈধ ক্লিনিকে প্রায়ই ভুল চিকিৎসার ঘটনা ঘটছে। সিজার দরকার নেই। তবু সিজার। সিজারের নামে নবজাতককে টেনেহিঁচরে বের করা হচ্ছে। সিজার করতে গিয়ে বিভিন্ন অঙ্গহানি সহ প্রাণহানির ঘটনাও ঘটছে এসব ক্লিনিকে। ওইসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে টাকা বেশি নিলেও সেবার মান খুবই নিম্নমানের। অনেক ক্লিনিকে বসেন ভুয়া ডাক্তার। কারও কারও নেই বিশেষজ্ঞ ডাক্তার। ফলে ক্লিনিকগুলোতে ভুল চিকিৎসায় অনেকের মৃত্যু হচ্ছে।

সাপটানা এলাকাবাসী জানান, সম্প্রতি সময়ের (১২ মার্চ) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে লালমনিরহাটের সদর হাসপাতাল রোডস্থ সাপটানা এলাকার আকাশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে হঠাৎ কান্না রোল শুনা যায়। ক্লিনিক গিয়ে শুনা যায়, সুমতি রানী নামক এক নববধূ সিজারের অপারেশন টেবিলে মৃত্যু হয়েছে। তাই তার পরিবারের লোকজন কান্না রোল পড়ে। সুমতি রানী’র মৃত্যুকে ধাপাচাপা দিতে তার পরিবারের সাথে রাতেই রফাদফা করে ফেলেন ক্লিনিক কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসেও ভুল সিজারের কারণে আকাশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এক নবজাতকের মৃত্যু হয়েছে। নবজাতকের মৃত্যুও বিষয়টিও রাতারাতি অর্থের বিনিময়ে ধামাচাপা দিয়েছেন ক্লিনিক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এ বিষয়ে আকাশ ক্লিনিকের পরিচালক আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি অনাঙ্খিত। আমার পরিচিত হওয়ায় রাতেই মৃত্যু ব্যক্তির পরিবারের সঙ্গে মিমাংসা করেছি। তাদের কোন অভিযোগ নেই।

এ ব্যাপারে লালমনিরহাট জেলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় বলেন, আকাশ ক্লিনিকে পরপর দুইটি মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা খুব শীঘ্রই আবারো জেলার সমস্ত অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
শ্রীনগরে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় গোয়ালন্দ বাজারে উপজেলা ছাত্রলীগের শরবত বিতরণ বাকৃবির সেরা ৫ গবেষককে অ্যাওয়ার্ড প্রদান হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু গোয়ালন্দে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসুল্লিরা মতলবে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায় দেশের সর্বোচ্চ ৪২.৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা লালমোহনে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা আপনারা শুধু ভোটার, আপনাদের কথা বলার অধিকার নেই: উপজেলা চেয়ারম্যান প্রার্থী চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ১০ বছর সশ্রম কারাদণ্ড বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বি‌শেষ দোয়া বাণিজ্যিকভাবে আঠাবিহীন বারোমাসি কাঁঠাল চাষে ভাগ্য খুলেছে সবুজের বিদ্যুৎ বিভ্রাটের বৃত্তে আটকা ভোলার জনজীবন! একদিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ