সেই প্রতিবন্ধী মিজানুরকে ভাঙ্গুড়া ইউএনও’র ফুলেল শুভেচ্ছা

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১৯৮৮ সালে পঞ্চম শ্রেণির ছাত্র মিজানুর রহমান। খুব শখ ছিল ঘুড়ি উড়ানোর। সে সময় পঞ্চম শ্রেণীতে থাকাকালীন একদিন সকালে ঘুড়ি ওড়াচ্ছিলেন মিজানুর।

হঠাৎ বিদ্যুতের তারে আটকে যায় তার শখের ঘুড়িটি। ঘুরিটি বৈদ্যুতিক খুঁটি বেয়ে নামাতে যান। কিন্তু দুর্ভাগ্যক্রমে আটকে পড়েন বিদ্যুতের তারে। পরে চিকিৎসায় জীবন বেঁচে যায়। কিন্তু পরবর্তীতে কেটে ফেলতে হয় তার বাম হাত ও বাম পা। তারপর দীর্ঘদিন শয্যাশায়ী থেকে সুস্থ হন। তবে শখের ঘুড়িই তাঁর দুটি অঙ্গহানির কারণ হয়ে দাঁড়ায়।

বলছি পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের আব্দুল জব্বার ফকিরের ছেলে মিজানুর রহমানের কথা। তাঁর বয়স এখন ৫৩ বছর। দীর্ঘ পনেরো বছর ধরে তিনি বাস করছেন খানমরিচ ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে। রাস্তার পাশে ছোট্ট একটা ঝুপড়ি ঘরে স্ত্রী-সন্তান নিয়ে প্রতিবন্ধী মিজানুর রহমানের বসবাস। দারিদ্র্যের মধ্যে কাটছে মিজানুর রহমানের জীবন।

বিজ্ঞাপন

সরকারিভাবে পান প্রতিবন্ধী ভাতা। চার ছেলে ও তিন মেয়ের জনক তিনি। বড় দুই মেয়েকে বিয়ে দিয়েছেন, বাকিরা এখনো সবাই ছোট। সহায়-সম্বলহীন অসহায় প্রতিবন্ধী মিজানুর রহমান অবশেষে পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

গত বুধবার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর উপহারের ঘরে তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান। ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার পরিবারের সদস্যদের জন্য নতুন জামাকাপড় উপহার দেন তিনি।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু, স্থানীয় ইউপি সদস্য রওশন আলী, সংরক্ষিত আসনের ইউপি সদস্য জাহানারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সবাইকে নিয়ে বৃক্ষ রোপন করা হয়।

বিজ্ঞাপন

মিজানুর রহমানকে নিয়ে প্রথম সংবাদ প্রকাশ করা খানমরিচ ইউনিয়নের বাসিন্দা এবং উপজেলার পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সবুজ মাষ্টার বলেন, মিজানুরের দুঃসহ জীবনের সংবাদ প্রকাশের পরই তাৎক্ষণিক খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান স্যার। তখন থেকেই নিয়মিত মিজানুরের খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি।

খানমরিচ ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু বলেন, ধান ও শস্যের মৌসুমে ঘোড়ার গাড়িতে কৃষিপণ্য পরিবহন করে সংসার চালান প্রতিবন্ধী মিজানুর রহমান। বেঁচে থাকার তাগিদে এক হাত আর এক পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে তাঁর জীবন-সংগ্রাম।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান রাজধানী টাইমস কে জানান,
মাদারবাড়ীয়ার আলোচিত মিজানুর রহমানের কথা শুনার পর একাধিকবার সরাসরি দেখা ও কথা বলেছি। ভাঙ্গুড়ায় ইউএনও হিসেবে যোগদানের পর তার খোঁজ খবর নিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হয়।

ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান আরো বলেন, অপেক্ষার অবসান হচ্ছে মিজানুর-ফাতেমা দম্পতির। আগামী বুধবার (২২ মার্চ) আনুষ্ঠানিকভাবে ৪র্থ পর্যায়ে ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৪র্থ পর্যায়ে ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন প্রতিবন্ধী মিজানুর রহমান। আর রাস্তায় ডেরা পেতে থাকতে হবেনা মিজানুর ও তাঁর পরিবারকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারই এই সব অসহায় মানুষের জীবনের বড় অনুপ্রেরনা। জরাজীর্ণ জীবন থেকে একটি ছিমছাম ও সাজানো জীবন ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
রোববার থেকে ফের তিন দিনের হিট অ্যালাট জার্রি! শ্রীনগরে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় গোয়ালন্দ বাজারে উপজেলা ছাত্রলীগের শরবত বিতরণ বাকৃবির সেরা ৫ গবেষককে অ্যাওয়ার্ড প্রদান হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু গোয়ালন্দে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসুল্লিরা মতলবে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায় দেশের সর্বোচ্চ ৪২.৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা লালমোহনে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা আপনারা শুধু ভোটার, আপনাদের কথা বলার অধিকার নেই: উপজেলা চেয়ারম্যান প্রার্থী চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ১০ বছর সশ্রম কারাদণ্ড বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বি‌শেষ দোয়া বাণিজ্যিকভাবে আঠাবিহীন বারোমাসি কাঁঠাল চাষে ভাগ্য খুলেছে সবুজের বিদ্যুৎ বিভ্রাটের বৃত্তে আটকা ভোলার জনজীবন! একদিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম