শ্রীনগরে ব্যাটারির পানি তৈরীর আড়ালে অবৈধ এসিডে তৈরীর কারখানা

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ব্যাটারির পানি তরীর কারখানার আড়ালে গড়ে উঠেছে লাইন্সেস বিহীন অবৈধ এসিডে তৈরীর কারখানা।

বেশকয়েক মাস যাবৎ উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রাণীমন্ডল গ্রামে সেলামতি-প্রাণীমন্ড যাতায়াতের ইটের রাস্তার সংলগ্ন উত্তর পাশে এই অবৈধ এসিড তৈরীর কারখানা গড়ে তুলেছে।

প্লাস্টিকের বোতল ভর্তি পানি গায়ে লেখা এস.এ পাওয়ার হামকো ব্যান্ডের মোড়ক ব্যবহার করে এসব পানি বাজারজাত করা হচ্ছে এবং এর আড়ালে একটি দু-চালা টিনের ঘরেরর পিছনে এসব অবৈধ এসিড তৈরী করছেন ঐ গ্রামের শেখ হযরত আলীর ছেলে সোহেল ও বাছের মৃধার ছেলে এমদাদ মৃধা বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোহেল তার নিজ বাড়ির দক্ষিনে গরুর ফার্ম সংলগ্ন টিনের ঘরের ভিতরে প্লাস্টিকের বোতলে এসিডযুক্ত পানিসহ ঘরের উত্তর পাশে নীল রঙের কয়েকটি বড় বড় প্লাস্টিকের ড্রামসহ বেশ কিছু গ্যালনের মধ্যে এসিডযুক্ত পানিভর্তি, ৫ লিটার প্লাস্টিকের বোতলের গায়ে লেখা

এস.এ পাওয়ার হামকো এবং প্লাস্টিকের গ্যালনে এসিডযুক্ত পানিভর্তি অবস্থায় দেখা গেছে। প্রতিনিয়ত সোহেল ও এমদাদ ব্যাটারির পানি তৈরীর ব্যবসা আড়ালে অবৈধ ভাবে এসিডের ব্যবসা করে আসছে।

এব্যাপারে এসিড কারখানার মালিক সোহেল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার ভাগিনা এমদাদসহ চেয়ারম্যানের কাছ থেকে ট্রেড লাইন্সেস ও টিন লাইন্সেস নিয়ে যৌথভাবে এই কারখানা দিয়েছি। আর লাইন্সেস দারী এক প্রতিষ্ঠানের কাছ থেকে ডাইলেশন করা এসিড এনে ব্যবহার করছি। প্লাস্টিকের ড্রাম ও গ্যালন ভর্তি এসিড পানি এখানে কেন? জানতে চাইলে পার্টনার এমদাদ জানান, এগুলো ডাইলেশন করা এসিড।

বিজ্ঞাপন

একটি সুত্র জানায়, এমদাদ আগে একটি এসিড তৈরীর কারখানা শ্রমিক হিসেবে কাজ করত। সেখান থেকে কাজ শিখে এখন তার প্রতিবেশী মামা সম্পর্কের সোহেলকে নিয়ে ব্যাটারির পানি তৈরীর কারখানার আড়ালে এসিড তৈরী করে বাজারে বিক্রি করছে।

রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী বলেন, এসিড তৈরীর জন্য আমি কিভাবে পারমিশন দিব। আপনারা এগুলো একটু বন্ধ করেন। আমি এখনি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসাইন বলেন, আমরা এটার খোঁজ নিয়ে দ্রুতই ব্যবস্থা নিচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
রোববার থেকে ফের তিন দিনের হিট অ্যালাট জার্রি! শ্রীনগরে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় গোয়ালন্দ বাজারে উপজেলা ছাত্রলীগের শরবত বিতরণ বাকৃবির সেরা ৫ গবেষককে অ্যাওয়ার্ড প্রদান হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু গোয়ালন্দে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসুল্লিরা মতলবে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায় দেশের সর্বোচ্চ ৪২.৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা লালমোহনে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা আপনারা শুধু ভোটার, আপনাদের কথা বলার অধিকার নেই: উপজেলা চেয়ারম্যান প্রার্থী চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ১০ বছর সশ্রম কারাদণ্ড বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বি‌শেষ দোয়া বাণিজ্যিকভাবে আঠাবিহীন বারোমাসি কাঁঠাল চাষে ভাগ্য খুলেছে সবুজের বিদ্যুৎ বিভ্রাটের বৃত্তে আটকা ভোলার জনজীবন! একদিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম