বেতন-ভাতা হালাল করতে চাইলে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে: বিভাগীয় কমিশনার

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরল ইসলাম বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় আমাদের (সরকারী-কর্মকর্তা, কর্মচারী) জনপ্রতিনিধিদের বেতন, ভাতা ও সম্মানী হয়। ফলে জনগণের হক প্রাপ্য সেবা যার যার অবস্থান থেকে নিশ্চিত করতে হবে। বেতন-সম্মানী হালাল করতে চাইলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। যাতে শেষ বিচারের সময় দায়ী থাকতে না হয়।

তিনি শনিবার (২৯ এপ্রিল) সকালে নরসিংদীর শিবপুর উপজেলার জনপ্রতিনিধি, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সকল দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারফ খানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোঃ রহুল সগীর, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব খান প্রমুখ।

বিজ্ঞাপন

এছাড়া সভায় নরসিংদীর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৌসুমী সরকার রাখী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান শরীফ সরোয়ার ভূঁইয়া জুয়েল, শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমসহ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারী দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এরপর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরল ইসলাম ইউএনও’র কার্যালয়, শিবপুর পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, চৌঘরিয়া আমার বাড়ি প্রকল্প, আমার খামার সমিতি ও পুটিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং বাড়ৈগাঁও আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

 

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
রোববার থেকে ফের তিন দিনের হিট অ্যালাট জার্রি! শ্রীনগরে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় গোয়ালন্দ বাজারে উপজেলা ছাত্রলীগের শরবত বিতরণ বাকৃবির সেরা ৫ গবেষককে অ্যাওয়ার্ড প্রদান হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু গোয়ালন্দে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসুল্লিরা মতলবে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায় দেশের সর্বোচ্চ ৪২.৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা লালমোহনে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা আপনারা শুধু ভোটার, আপনাদের কথা বলার অধিকার নেই: উপজেলা চেয়ারম্যান প্রার্থী চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ১০ বছর সশ্রম কারাদণ্ড বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বি‌শেষ দোয়া বাণিজ্যিকভাবে আঠাবিহীন বারোমাসি কাঁঠাল চাষে ভাগ্য খুলেছে সবুজের বিদ্যুৎ বিভ্রাটের বৃত্তে আটকা ভোলার জনজীবন! একদিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম