জাল দলিল তৈরি করে কবরস্থান বিক্রির পাঁয়তারা

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালী পালপাড়া এলাকায় জাল দলিল সৃষ্টি করে কবরস্থান বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। কাটাখালি পৌরসভার সাবেক কাউন্সিলর আসাদ ও সাবেক ডিজিএফআই কর্মকর্তা আসগর আলী ভুমিগ্রাসী চক্রের যোগসাজশে এই অপকর্মটি হচ্ছে বলে জানিয়েছে এলাকাবাসী।অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহীর পবা উপজেলার কাপাসিয়া মৌজার আরএস দাগ নম্বর- ৩০৬ জমির পরিমাণ- ০.০৯০০ একর কবরস্থানের নামে দান করে যান আঙ্গুরা বিবি নামে একজন নারী। কিন্তু ওই দানকৃত জমির উপরে নজর পড়ে পাশের টাঙ্গন এলাকার কাটাখালী পৌরসভার সাবেক কাউন্সিলর আসাদ এবং সাবেক ডিজিএফআই কর্মকর্তা আজগর আলীর। এলাকাবাসীর ভাষ্য, আজগর আলী ইতিমধ্যেই তাঁর স্ত্রী বিউটি আজগরের নামে একটি ভুয়া দলিল তৈরি করে দিয়েছেন। সেইসঙ্গে ওই জমির শ্রেণি পরিবর্তনের জন্য ২০১৮ সালে একবার গোপনে পবা উপজেলা ভূমি অফিসে আবেদন করেন, যার প্রমাণ সাংবাদকর্মীদের কাছে রয়েছে। তবে ভূমি অফিস সরেজমিনে দেখে তা খারিজ করে দিয়েছে।

আরও পড়ুন— ভুমি কর্মকর্তার ভুমিগ্রাস বন্ধ করলো প্রশাসন

জানা গেছে, প্রায় ৪৮ বছর আগে খতিয়ান নম্বর- ১৫২ , দাগ নম্বর- ৩০৬ জমির পরিমাণ- ৯ শতাংশ কবরস্থান থাকা ওই জমির মালিক ছিলেন আবেদ আলী ও উজির আলি। পরে ওয়ারিশ সূত্রে আরএস খতিয়ানমূলে এই জায়গার মালিকানা পান আঙ্গুরা বিবি। এরপর তিনি কবরস্থানের নামে জায়গাটি দান করে দেন।

বিজ্ঞাপন

জানা গেছে, কাটাখালীর পালপাড়া এলাকার কবরস্থানের এই ৯ শতাংশ জমিকে ভিটা হিসেবে দেখিয়ে ৫৫ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন আজগর আলী। স্থানীয়রা জানান, ইতোমধ্যে এই জমির বায়নাস্বরূপ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সাবেক কাটাখালী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদের কাছে থেকে ২০ লাখ টাকা নিয়েছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

এবিষয়ে জানতে চাইলে সাবেক কাউন্সিলর আসাদ ২০ লাখ টাকা বায়নার কথা স্বীকার করে বলেন, ‘হ্যাঁ আজগরের সঙ্গে আমার ২০ লাখ টাকা বায়নাচুক্তি হয়েছে। জমি যে অবস্থায় আছে, সেই অবস্থাতেই ৫৫ লাখ টাকা মূল্যে ক্রয় করেছি। জায়গাটি কবরস্থান, বিষয়টি আপনার কি জানা নেই?’ এমন প্রশ্নে তিনি দাবি করেন, বিষয়টি তাঁর জানা ছিলো না। কবরস্থান বিক্রি সম্পর্কে জানতে চাইলে আজগর আলী দাবি করে বলেন, ‘বিষয়টি মোটেও সত্য না।’ পাশাপাশি তিনি দাবি করে বলেন, কবরস্থান বিক্রির জন্য তিনি কাউন্সিলর আসাদের কাছ থেকে কোনও ধরনের অর্থ নেননি।

আরও পড়ুন— কুয়াকাটায় হোটেল থেকে তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার, ম্যানেজারসহ আটক ৪

বিজ্ঞাপন

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমা বলেন, বিষয়টি সাব রেজিস্ট্রারের বিষয়। তবে এ বিষয়ে যদি কেউ অভিযোগ দেয়, তবে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচন: আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন ২ জন রাণীশংকৈলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচারনা উপজেলা পরিষদ নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ইসি আলমগীর ২ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা সব রেকর্ড পিছনে ফেলে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় এতিমখানার অনুদান থেকে সমাজসেবা কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল বৃষ্টির জন্য মোনাজাতে মুসল্লিদের অঝোরে কান্না ১৭ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার কেন্দ্রের নির্দেশে গোয়ালন্দে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপাচার্যের অপসারণ চেয়ে এক দফা দাবি কুবি শিক্ষক সমিতির নির্বাচনের মাঠে অনড় থাকায় বহিষ্কার হলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ডলার রোববার থেকে ফের তিন দিনের হিট অ্যালাট জার্রি! শ্রীনগরে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় গোয়ালন্দ বাজারে উপজেলা ছাত্রলীগের শরবত বিতরণ বাকৃবির সেরা ৫ গবেষককে অ্যাওয়ার্ড প্রদান হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু গোয়ালন্দে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসুল্লিরা মতলবে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায়