কালীগঞ্জের গোবিন্দভোগ আম যাচ্ছে ইংল্যাল্ডে

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা থেকে এই বিভিন্ন জাতের আম সুদুর ইংল্যান্ডে রফতানি করা হচ্ছে। মঙ্গলবার (১৬ মে) আনুষ্ঠানিক ভাবে দুই কৃষকের কাছ থেকে ১ টন আম পাঠানো হয়েছে ।

পর্যায় ক্রমে এই গ্রাম থেকে প্রায় ১০ মেট্রিক টন আম প্রথম পর্যায়ে পাঠানো হবে। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সার্বিক কারিগরি সহযোগিতায় এই আম পাঠানো হচ্ছে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের কাস্টভাঙ্গা গ্রামের হাবিবুর রহমান ও তবিবুর রহমানের আম বাগান থেকে প্রথম পর্যায়ে এই আম রফতানি করা হয়েছে। আম রফতানি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু এবং উপজেলা কৃষি অফিসার মো: মাহবুব আলম রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী।

কাষ্টভাঙ্গা গ্রামের আম চাষী হাবিবুর রহমান জানান, তার প্রায় ৯ বিঘা গোবিন্দভোগ, হিমসাগর,ল্যাংড়া,রুপালি,তিলে বোম্বাই জাতের আম রয়েছে। এ বছর ঢাকার আন্তর্জাতিক আম রফতানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিং এর তার কথা হয়। এর পর কৃষি অফিসের সাথে তিনি যোগাযোগ করেন। উত্তম কৃষি চর্চার নিয়ম অনুসরন করে সাবির্ক বিষয়ে কখন ফল কিভাবে পরিচর্যা করতে হবে সে ব্যাপারে কৃষি অফিস সার্বিক পরামর্শ দেন এবং পরিচর্যা করেন।

বিজ্ঞাপন

এর প্রেক্ষিতে মঙ্গলবার এই মৌসুমে বাংলাদেশ থেকে প্রথম আম রফতারির সাথে তার বাগানের আম যুক্ত হয়। তিনি জানান, প্রথম পর্যায়ে গোবিন্দভোগ জাতের আম ইংল্যাল্ডে পাঠানো হয় এবং পর্যায় ক্রমে তিনি ন্যাংড়া, হিমসাগর,রুপালি আম রফতানি করবেন। এছাড়াও কৃষক হাবিবুর রহমান জানান, বর্তমানে তার এলাকায় স্থানীয় ব্যবসায়ীরা কাচা আম ক্রয় করছেন ২৫-৩০ টাকা দরে। কিন্তু বিদেশে রফতানি যোগ্য আম তিনি বিক্রি করছেন ৫০টাকা কেজি দরে বাগান থেকেই।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো:মাহবুব আলম রনি জানান, এবারই প্রথম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা থেকে অন্য ফসলের মতো আম বিদেশে রফতানির সুযোগ হলো। এটি একটি কৃষকদের জন্য সুখবর। কালীগঞ্জ উপজেলা প্রচুর পরিমানে আম উৎপাদিত হয়। স্থানীয় মানুষের চাহিদার পরও অনেক আমি থাকে এবং এ গুলো রফতানি করলে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। কৃষি অফিসার আরো জানান, আমসহ কৃষি পন্য বিদেশে রফতানির জন্য অনেক গুলো ধাপ অতিক্রম করতে হয় এবং উত্তম কৃষি চর্চার নিয়ম অনুসরন করতে হয়। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষক হাবিবুর রহমান এবং তবিবুর রহমানকে সাবির্ক কারিগরি সহযোগিতা করা হয়েছে।

আম রফতানি কার্যক্রম উদ্বোধনীয় অনুষ্ঠানে গিয়ে ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার জানান, এই প্রথম এই উপজেলা থেকে আম রফতানি করা হলো। ধারাবাহিকতায় আগামীতে এই উপজেলা থেকে উৎপাদিত ড্রাগন ফল, লিচু ও সবজি রপ্তানির সুযোগ তৈরি হলো। এর ফলে কৃষকরা যেমন লাভবান হবে এবং দেশে বৈদেশিক মুদ্রা আসবে। উত্তম কৃষি চর্চার নিয়ম অনুসরন মাধ্যমে যদি কৃষকরা ফল/ফসল চাষাবাদ করেন তাহলে ভাল মানের ফলন পাবেন এবং কৃষক লাভবান হবেন।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
এতিমখানার অনুদান থেকে সমাজসেবা কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল বৃষ্টির জন্য মোনাজাতে মুসল্লিদের অঝোরে কান্না ১৭ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার কেন্দ্রের নির্দেশে গোয়ালন্দে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপাচার্যের অপসারণ চেয়ে এক দফা দাবি কুবি শিক্ষক সমিতির নির্বাচনের মাঠে অনড় থাকায় বহিষ্কার হলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ডলার রোববার থেকে ফের তিন দিনের হিট অ্যালাট জার্রি! শ্রীনগরে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় গোয়ালন্দ বাজারে উপজেলা ছাত্রলীগের শরবত বিতরণ বাকৃবির সেরা ৫ গবেষককে অ্যাওয়ার্ড প্রদান হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু গোয়ালন্দে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসুল্লিরা মতলবে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায় দেশের সর্বোচ্চ ৪২.৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা লালমোহনে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা