আত্মসম্মানবোধের সংকট দেশ ও জাতির উন্নয়নের অন্তরায়

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আমার জন্মের ৫১ বছর চলছে। আমার মুক্ত জীবনের বয়স এক একান্ন বছর। ধীরে ধীরে বেড়ে উঠেছি নানান ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে। আমার অবকাঠামোগত উন্নয়ন চোখে পড়ার মতো হলোও আত্মিক উন্নতি ঠিক তেমনি তলানীর দিকে এসে ঠেকার উপায়। আত্মসম্মানবোধ আজ গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। যার আছে সেও হাত পাতে আর যার নাই সেও হাত পাতে। আত্মসম্মানবোধের সংকটের মধ্য দিয়ে একটি জাতি কখনো উন্নতির শিখরে অবস্থান করতে পারে না। মানুষ শুধু হাত পাততে শিখছে। দেওয়ার মানসিকতা, মানবিকতা, মূল্যবোধ মুছে ফেলার অবিরত চেষ্টা করে যাচ্ছে। অফিস আদালতে চলছে আত্মসম্মানবোধ সংকটের মহামারি। ঘুষ, দুর্নীতি, কালোবাজারী, মাদক কারবার, টাকা পাচার, হত্যা, খুন, ধর্ষণ, বলাৎকার, নারী ও শিশু পাচার, কালো টাকার মালিক বনে যাওয়া, ধর্মান্ধতা, আত্মসাৎ ইত্যাদি সবই হচ্ছে আত্মসম্মানবোধ সংকটের কারণে। আত্মসম্মানবোধ সংকটের প্রধান শত্রু হলো লোভ। লোভ আমাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এ থেকে বেরিয়ে আসা জরুরুী। আর তা না হলে আমাদের আগামী প্রজন্মের জন্য দন্ধ-সংঘাত,হিংসা-বিদ্বেষ, খুন,রাহাজানি ছাড়া কিছুই রেখে যেতে পারবো না।

অধিকারী। আত্মসম্মানবোধ সংকটের মানুষ নিজের সঙ্গে শান্তিতে যেমন থাকতে না পারে তবে অন্যের সঙ্গেও শান্তিতে থাকতে পারে না। আত্মসম্মান বোধের সংকট গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে বিঘ্ন ঘটায়। আত্মসম্মানবোধের সংকট এক সময় নিজের অত্মিত্বের সংকট তৈরি করে। আত্মসম্মানবোধহীণ মানুষ সব সময়ই মৃত। তারা কখনো জীবনের স্বাদ পায় না। তারা অবৈধভাবে আরো চাই , আরো চাই করতে থাকে । এই চাওয়া –পাওয়া বৈধ-অবৈধ ভেদাভেদ বিচার করে না। এমনিভাবে তারা নিজেদরকে পশুর স্তরে নামিয়ে আনে। ভুলে যায় মনুষ্যত্ব,মূল্যবোধ, মানবিকতা।

উন্নত আত্মসম্মান বোধ সুখী, পরিতপ্ত এবং অভীষ্ট লাভে উদ্যোগী জীবন যাপন সম্ভব করে। নিজের যথার্থ গুরুত্ব সম্পর্কে সচেতন না হলে আত্মসম্মানবোধ বাড়ে না। ইতিহাসের মহান বিশ্বনেতা ও আচার্যরাও এই কথাই বলেছেন যে অন্তরের প্রেরণা ব্যতীত সফল হওয়া যায় না। উন্নত আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষের বিশ্বাস যোগ্যতা ও দায়িত্ব নেয়ার ইচ্ছাও উন্নত হয়। তারা আশাবাদী, সবার সঙ্গেই সুসম্পর্ক রাখেন এবং পরিপূর্ণ জীবন যাপন করেন। তাদের থাকে কর্মপ্রেরণা ও উচ্চাশা এবং তারা সংবেদনশীলও হয় অনেক বেশি। আত্মসম্মান বোধ কাজকর্মের মানকে উন্নত করে এবং ঝুঁকি নেয়ার ক্ষমতাও বাড়িয়ে দেয়।মানুষের ধ্যানধারণা ও তার উৎপাদনশীলতার মধ্যে একটি প্রত্যক্ষ যোগ আছে। যারা নিজের প্রতি ও অপরের প্রতি শ্রদ্ধাশীল, মাতাপিতা, আইন-কানুন ও ধন-সম্পদকে সমীহ করেন এবং নিজের দেশকে ভালোবাসেন তারাই উন্নত আত্মসম্মান বোধের পারিবারিক শিক্ষা, সমাজিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা আত্মস্মানবোধ সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন

শিশু যদি কেবল নিন্দা শুনতে শুনতে বড় হয়, তবে নে নিন্দা- মন্দ করতেই শিখবে। আবার যদি প্রশংসা শুনে বড় হয়, তবে প্রকৃত মুল্য উপলব্দি করতে শিখবে। যদি সে বেড়ে হয়ে উঠে নানা প্রতিকূলতার মধ্যে তবে সে লড়াই করার শক্তি যাবে বেড়ে। আর যদি তার পরিবার হয় সহনশীল, সেও হয়ে উঠবে ধৈয্যশীল।। শৈশব থেকে যদি কেবল উপহাসই পায় তবে সে হবে লাজুক। আর যদি ভালো কাজে পেয়ে থাকে ক্রমাগত উৎসাহ তবে তার আত্মবিশ্বাস যাবে বেড়ে এবং খারাপ কাজের জন্য তিরষ্কার পায় বা সমালোচনার স্বীকার হয় তবে সেও আত্মসংযমী হয়ে উঠবে। যদি বড় হয়ে উঠে লজ্জাজনক আবহাওয়ায় তাহলে সে নিজেকে ভাববে দোষী, আর যদি পায় সকলের সমর্থন, তবে সে নিজের উপরেই আস্থা রাখতে পাররবে।। শৈশবে যদি সুবচার পায়, তবে সে ন্যায় বিচার করতে শিখবে। নিরাপত্তার মধ্যে বাস করলে, সে শিখবে বিশ্বাস করতে। শিশু যদি পায় বন্ধুত্ব ও স্বীকৃতি, তবে সে পৃথিবীতে ভালবাসার সন্ধান করবে। শিশুদেরকে শিখাতে হবে নিজের জন্য বা নিজ পরিবারের জন্য হাত পাতার মধ্যে কোন গৌরব নেই, কোন সম্মান নেই, আছে শুধু হীণমন্যতা, লজ্জা আর লজ্জা। আমরা কেবল ভাবাবেগ সম্বল করে বাঁচতে পারি না। বয়স যাই হোক না কেন, আমাদের শৃঙ্খলা বোধ আনতেই হয়।

আত্মসম্মান বোধের মধ্যে দিয়ে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করা যায়। নিজেদের মধ্যে আত্মসম্মানবোধ জাগিয়ে তোলার শিক্ষা গ্রহণ করতে হবে। সন্তানদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে হবে। মানবাধিকার সম্পর্কে তারা যেন সজাগ থাকে সে বিষয়ে শিক্ষা দিতে হবে। ’ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার ভাষায় বলা যায়, ‘মানুষই পৃথিবীর একমাত্র প্রাণী, যাকে কি না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুনতে হয়—মানুষের মতো মানুষ হতে হবে। কিন্তু অন্য প্রাণীকে সেই প্রাণী হওয়ার কথা বলা হয় না। ’ আত্মসম্মানই মানুষের বিচিত্র পরিচয় বহন করে। মানুষকে উৎসাহিত করে,অনুপ্রাণীত করে মানবিকতায়, মৌলবোধে।

আত্মসম্মনবোধ মানুষের শ্রেষ্ঠ সম্পদ। আমাদের সমাজে প্রাচীন কিছু নৈতিক মূল্যবোধ রয়েছে, যা বাঙালিরা তাদের সভ্যতা ও সংস্কৃতির ধারক-বাহক হিসেবে গ্রহণ করেছে, যেমন সত্যবাদিতা, অহিংসা, শান্তি, ক্ষমা, অধ্যবসায়, সরলতা, জ্ঞানের তৃষ্ণা, সহনশীলতা, সহযোগিতা এবং শ্রদ্ধা। আমাদের ঐতিহ্যবাহী সমাজ শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় অনুশীলনের মাধ্যমে নৈতিক মূল্যবোধ শেখায়। আর এগুলো চর্চার মধ্য দিয়ে আমাদের আত্মসম্মান বৃদ্ধি পাবে এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার পাশপাশি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

যে জাতি বুকের রক্ত দিয়ে দিয়ে আমার স্বাধীনতা এনে দিতে পারে, আমাকে শত্রুমুক্ত করতে পারে সেই জাতির কখনো আত্মসম্মানবোধের সংকট থাকতে পারে না। তারা কখেনোই ঘুষ, দুর্নীতি, লুটপাট, মাদক কারবার, হত্যা, খুন, ধর্ষণ, বলাৎকার,বিদেশে টাকা পাচার এবং দেশের সাধারণ মানুষকে অধিকার বঞ্চিত করে হাতপাতা জাতিতে পরিণত করা কোন ভাবেই মেনে নিতে পারে না।পারিবারিক শিক্ষা আত্মসম্মনবোধ গঠনে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকার কালন করে। আজকের আধুনিক বিশ্বসভ্যতার সময়ে আমাদেরকে আত্মসম্মানবোধের সংকট থেকে বেড়িয়ে আসতে হবে। পারিবারিক দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা এবং জাতীয় দায়বদ্ধতার শিক্ষার ব্যাপক প্রচলনের মধ্য দিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আত্মসম্মানবোধের ব্যাপক প্রসার এবং জাগরণ ঘটানো সম্ভব। মনে রাখা দরকার আত্মসম্মানবোধ না থাকলে এক জাতি কখনোই সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক, ভাষা এবং ঐতিহ্যগত দিক থেকে কখনোই উন্নতির শিকড়ে আরোহন করতে পারে না। আর একটি জাতি হিসেবে তা আমাদের কখনোই কাম্য হতে হতে পারে না। মানবিক শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষার ব্যাপক প্রসার ঘটাতে হবে। যার মধ্য দিয়ে দেশপ্রেম জাগ্রত হবে। দেশপ্রেমের মধ্যে আত্মসমানবোধ নিহিত থাকে। আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তির পক্ষে কখনোই হাত পাতা, ঘুষ, চুরি, দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, মানব পাচার, হত্যা, খুন,ধর্ষণ, অন্যায়, অপকর্ম করা সম্ভব নয়। তাই আমাদেরকে ব্যক্তি, দেশ, জাতির লক্ষ্যে এবং আমাকে সোনার বাংলা গড়ে তুলতে উৎকৃষ্ট আত্মসম্মানবোধ গড়ে তোলার বিকল্প নেই। আসুন আমরা প্রত্যেকেই আত্মসম্মানবোধ সম্পন্ন হয়ে গড়ে উঠি এবং দেশ ও জাতির উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করি।

সুধীর বরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
এতিমখানার অনুদান থেকে সমাজসেবা কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল বৃষ্টির জন্য মোনাজাতে মুসল্লিদের অঝোরে কান্না ১৭ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার কেন্দ্রের নির্দেশে গোয়ালন্দে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপাচার্যের অপসারণ চেয়ে এক দফা দাবি কুবি শিক্ষক সমিতির নির্বাচনের মাঠে অনড় থাকায় বহিষ্কার হলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ডলার রোববার থেকে ফের তিন দিনের হিট অ্যালাট জার্রি! শ্রীনগরে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় গোয়ালন্দ বাজারে উপজেলা ছাত্রলীগের শরবত বিতরণ বাকৃবির সেরা ৫ গবেষককে অ্যাওয়ার্ড প্রদান হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু গোয়ালন্দে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসুল্লিরা মতলবে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায় দেশের সর্বোচ্চ ৪২.৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা লালমোহনে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা