মতলব উত্তরের ঝাটকা জব্দ, বন্টন নিয়ে মারামারি, ইউপি সদস্যসহ আহত ৪

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্নস্থানে ঝাটকা জব্দ করা হয়েছে।পরে আবার এ ঝাটকা বিতরন নিয়ে মারামরিতে এক ইউপি সদস্যসহ ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ৩০ মার্চ ভোর রাতে দাউদকান্দি উপজেলার কিছু মাছ ব্যাবসায়ী মতলব উত্তরের এখলাছপুর থেকে মাছ নিয়ে বাগান বাড়ি ইউনিয়নের বরুরকান্দি গ্রামের মসজিদ সংলগ্ন রাস্তার পাশে বিল্লাল মিয়াজীর দালানের নিচে ও অন্যত্র মাছের ড্রাম রেখে চলে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানকে ফোনের মাধ্যমে জানান। উপজেলা নির্বাহী অফিসার জব্দকৃত মাছগুলো আশেপাশের এতিমখানায় দিয়ে দিতে বলেন।

ইউপি সদস্য নজরুল ইসলাম মাছ বিতরনের সময় উপস্থিত স্থানীয়দের মাঝে কথা-কাটাকাটির এক পর্য়ায়ে হট্টগোল বাদে ও পরে মারামারি হয়। এতে ইউপি সদস্যসহ ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার বরুরকান্দি গ্রামের মৃত- জলিল বেপারির ছেলে বিল্লাল হোসেন (৪৫), মৃত – নূরুল ইসলাম মেম্বারের ছেলে ইউপি সদস্য নজরুল ইসলাম (৪২),মৃত-আব্দুল হকের ছেলে শামসুল হক (৪৮), ও তার ছেলে হাসান ইমরান (১৬)।

বিজ্ঞাপন

শামসুল হক জানান, ৩০ মার্চ বৃহস্পতিবার সকালে বরুরকান্দি মসজিদ সংলগ্ন বিল্লাল মিয়াজীর দালানের সামনে ঝাটকা মাছ জব্দ করে বিতরন করা হচ্ছে। এমন খবর শুনে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখতে ও জানতে পাড়ি দাউদকান্দির মাছ ব্যবসায়ীরা অজ্ঞাত কারনে মাছ এখানে রেখে চলে যায়। এখানকার ইউপি সদস্য নজরুল ইসলাম ৫ ড্রাম মাছ ব্যবসায়ীদের দিয়ে দিয়েছে। বাকী ৩ ড্রাম মাছ এতিমখানা ও স্থানীয়দের মাঝে বিতরন করছে। কেন দাউদকান্দির মাছ ব্যবসায়ীদের কাছে মাছ দেওয়া হলো এই কথা বলাতে ইউপি সদস্য নজরুল ইসলাম আমাকে দমক দেয় এবং তোর কাছে কৈফিয়ত দিতে হবে নাকি বলে। এমন সময় বিল্লাল বেপারি নামে মেম্বারের সহযোগী আমার উপর করে এবং আমার ছেলের উপরবহামলা করে।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সকালে মতলব উত্তর থানার এসআই আব্দুল আউয়ালের মাধ্যমে জানতে পারলাম মসজিদের কাছে কিছু ঝাটকা মাছ জব্দ আছে। পরে উপজেলা নির্বাহী অফিসারের অনুমতিক্রমে স্থানীয় এতিমখানায় বিতরন করছিলাম। এমন সময় শামসুল হক ও তার ছেলে এসে মাছ চায়। এতিমখানায় দেওয়ার পর থাকলে পরে স্থানীয়দের দিবো একথা বলার পর শামসুল হক আমার উপর হামলা করে। এতে আমি ও বিল্লাল বেপারি নামে একজন আহতন হয়েছে। ইউপি সদস্য নজরুল ইসলাম আরো জানান, আমার নির্বাচনের সময় য়ামসুল হক আমার বিরোধীতা করছে। আজও সেই সূত্রুতার জের ধরে বিনা কারনে আমার উপর হামলা করেছে।

এদিকে একই ইউনিয়নের গালিমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ৩ ড্রাম ও এক কেচ মাছ রেখে পালিয়ে যায় ব্যবসায়ীরা। পরে খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই শাহাদাৎ মাছগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়েছে। তবে বরুরকান্দি থেকে মাছগুলো দাউদকান্দি যাওয়ার পথে পুলিশের ভয়ে খালিমখাঁ রেখে চলে যায় বলে স্থানীয়রা মনে করছে।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
এতিমখানার অনুদান থেকে সমাজসেবা কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল বৃষ্টির জন্য মোনাজাতে মুসল্লিদের অঝোরে কান্না ১৭ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার কেন্দ্রের নির্দেশে গোয়ালন্দে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপাচার্যের অপসারণ চেয়ে এক দফা দাবি কুবি শিক্ষক সমিতির নির্বাচনের মাঠে অনড় থাকায় বহিষ্কার হলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ডলার রোববার থেকে ফের তিন দিনের হিট অ্যালাট জার্রি! শ্রীনগরে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় গোয়ালন্দ বাজারে উপজেলা ছাত্রলীগের শরবত বিতরণ বাকৃবির সেরা ৫ গবেষককে অ্যাওয়ার্ড প্রদান হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু গোয়ালন্দে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসুল্লিরা মতলবে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায় দেশের সর্বোচ্চ ৪২.৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা লালমোহনে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা