মানবিক সমাজ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে তাহসিন বাহার সূচনা’র ‘জাগ্রত মানবিকতা’

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মানব শরীরের সবচেয়ে গুরত্বপূর্ণ উপাদান গুলোর একটি হচ্ছে রক্ত। জীবন মরণের জরুরী অবস্থায় ১টি জীবন বাঁচাতে রক্তের ভূমিকা অভাবনীয়। আর গত ছয় বছর ধরে জাগ্রত মানবিকতা এই কাজই করে আসছে।

শুধু রক্তদানই নয়, সমাজের অবহেলিত বঞ্চিত ও অসুস্থদের পাশে দাঁড়ানো তাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এভাবে আর্তমানবতার সেবায় আমরা দিনরাত এক করছি, কারন আমরা মানবিক সমাজ গড়তে এসেছি।

বুধবার বিকেলে কুমিল্লা ফান টাউনে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার মাসিক সভায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ তাহসীন বাহার সূচনা সংগঠনটির রক্তদাতা সদস্য ও কো-অর্ডিনেটরদের উদ্দেশ্য এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তাহসিন বাহার সূচনা আরো বলেন, জাগ্রত মানবিকতা তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যারা প্রান্তিক পর্যায়ে নানা কাজ করে কুমিল্লা সুনাম ছড়িয়ে দিচ্ছে তাদেরকে সম্মানিত করছে প্রতিনিয়ত।

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ভাইব কমিউনিকেশনের সিও সোয়েব বাপ্পি বলেন, জাগ্রত মানবিকতার সদস্যরা প্রতিনিয়ত রক্তদান করছে। পাশাপাশি রক্ত জোগাড় এবং রোগীর কাছে রক্ত পৌঁছে দেয়ার গুরুত্বপূর্ণ কাজটি তারা করছে। রক্তদানের ব্যাপারে তাদের কাছে দিন / রাত বলতে কিছু নেই, হোক সেটা সকাল/দুপুর অথবা গভীর রাত, তারা ছুটে যায় রক্তদাতার বেশে দেবদূত হয়ে। পরে সেই সব সময়ের অনুভূতি তারা মাসিক সভায় সাবলীলভাবে শেয়ার করছে। এতে করে তাদের মধ্যে লিডারশীপ তৈরী হচ্ছে। বিষয়টা আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এড. সৈয়দ নুরুর রহমান, ফান টাউনের জিএম শাকিল আহমেদ রানা, সংগঠনটির কো- অরডিনেটর সাগর আহমেদসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কুমিল্লা নগরীর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়ন রায়হান আহমেদ, কুমিল্লা জাদুঘরের প্রতিষ্ঠাতা নাজমুল আবেদীন, ভাস্কর সামিউল আলম জাহেদ, মালেকা মমতাজ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিশাত জেসমিনকে সংবর্ধনা দেয়া হয়।

সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেয়া হয় মালেক মমতাজ স্কুলের এসএসসি পরীক্ষার্থী সুরাইয়া আক্তার সৃষ্টিকে। সুরাইয়া নিজেকে বাল্য বিয়ে থেকে রক্ষা করে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর রচনা লিখে ৫০টি স্কুলের মধ্যে প্রথম নির্বাচিত হন।

এছাড়াও গত মাসে জাগ্রত মানবিকতায় সর্বোচ্চ রক্ত সংগ্রহকারী পাঁচ কো-অর্ডিনেটর আরিয়ান জীবন, মোঃ শাকিল, কাইয়ুম, হৃদয় নূর, কাউসার আহমেদকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
এতিমখানার অনুদান থেকে সমাজসেবা কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল বৃষ্টির জন্য মোনাজাতে মুসল্লিদের অঝোরে কান্না ১৭ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার কেন্দ্রের নির্দেশে গোয়ালন্দে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপাচার্যের অপসারণ চেয়ে এক দফা দাবি কুবি শিক্ষক সমিতির নির্বাচনের মাঠে অনড় থাকায় বহিষ্কার হলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ডলার রোববার থেকে ফের তিন দিনের হিট অ্যালাট জার্রি! শ্রীনগরে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় গোয়ালন্দ বাজারে উপজেলা ছাত্রলীগের শরবত বিতরণ বাকৃবির সেরা ৫ গবেষককে অ্যাওয়ার্ড প্রদান হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু গোয়ালন্দে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসুল্লিরা মতলবে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায় দেশের সর্বোচ্চ ৪২.৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা লালমোহনে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা