সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত: এমপি বাবু

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

খুলনার পাইকগাছায় মহান মে দিবস ২০২৩ উপলক্ষে মঙ্গলবার(২মে) বিকেলে পাইকগাছা উপজেলা ও পৌরসভা শ্রমিক লীগের উদ্যোগে বর্ণাঢ্য এক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালির নেতৃত্ব দেন উপকূল বন্ধু খ্যাত খুলনা-৬(কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

র‍্যালিটি পাইকগাছা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার তিন রাস্তার মোড়ে পাইকগাছা উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহাজান কবিরের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। তিনি বলেন, সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আমাদের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমাদের বিজয় সুনিশ্চিত। আমরা সকলে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন শেখ হাসিনার জন্য কাজ করবো। তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন দেশে উন্নয়ন হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মাসেতু, মেট্ররেল, কর্ণফুলি ট্যানেল ইতোমধ্যে তৈরি হয়েছে। আমার নির্বাচনী এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট তৈরি হচ্ছে। যাহা চলমান রয়েছে। আরো অনেক কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে পাইকগাছা উপজেলা সদরের জনপদ হাজার হাজার মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে। দুপুর হতে না হতেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে দলীয় নেতা- কর্মীরা জড়ো হতে থাকেন পাইকগাছা উপজেলা পরিষদ চত্বরে। শুধু পাইকগাছা না, পার্শ্ববর্তী কয়রা উপজেলা থেকেও শত শত লোকজন স্বতঃস্ফূর্তভাবে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে পাইকগাছায় অনুষ্টিত মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিতে যোগদান করেন।

বিজ্ঞাপন

লোকে লোকারণ্য হয়ে যায় পাইকগাছা উপজেলা সদরের রাস্তাঘাট। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা বিএম জাফর, উপজেলা আ’লীগের সভাপতি ও  উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,জেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক
শেখ মহিনুল ইসলাম মোহন , উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কওছার আলী জেয়াদ্দার,

কাজল কান্তি বিশ্বাস, আব্দুস সালাম কেরু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু,উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল,উপজেলা আ’লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস,এসএম রেজাউল হক,উপজেলা কৃষকলীগের আহবায়ক এ্যাড.আব্দুর রশিদ,সদস্য সচিব সহকারি অধ্যাপক মাইনুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক সদস্য এমএম আজিজুল হাকিম, মোঃআকরামুল ইসলাম, পৌরসভা শ্রমিক লীগের সভাপতি আনারুল ইসলাম,

সাধারন সম্পাদক মনিরুল ইসলাম,কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু,পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাবেক সম্পাদক রায়হান পারভেজ রনি প্রমুখ। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
এতিমখানার অনুদান থেকে সমাজসেবা কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল বৃষ্টির জন্য মোনাজাতে মুসল্লিদের অঝোরে কান্না ১৭ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার কেন্দ্রের নির্দেশে গোয়ালন্দে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপাচার্যের অপসারণ চেয়ে এক দফা দাবি কুবি শিক্ষক সমিতির নির্বাচনের মাঠে অনড় থাকায় বহিষ্কার হলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ডলার রোববার থেকে ফের তিন দিনের হিট অ্যালাট জার্রি! শ্রীনগরে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় গোয়ালন্দ বাজারে উপজেলা ছাত্রলীগের শরবত বিতরণ বাকৃবির সেরা ৫ গবেষককে অ্যাওয়ার্ড প্রদান হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু গোয়ালন্দে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসুল্লিরা মতলবে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায় দেশের সর্বোচ্চ ৪২.৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা লালমোহনে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা