যশোরে ৩৪তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

যশোরে ৩৪তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) শামস্-উল-হুদা স্টেডিয়ামে এক্সিম ব্যাংক ৩৪তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় ৩টি মাঠে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রতিযোগিতার প্রথম দিনে মাঠের লড়াইয়ে বাংলাদেশ আনসার ৩৫-১ গোলে হবিগঞ্জ জেলাকে পরাজিত করে। পঞ্চগড় জেলা তাদের প্রথম ম্যাচে নড়াইল জেলাকে ১৫-৭ ও দ্বিতীয় ম্যাচে রংপুর জেলাকে ২৯-৭ গোলে পরাজিত পরের রাউন্ড নিশ্চিত করেছে।

ফরিদপুর জেলাও দুই জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। তারা প্রথম খেলায় রংপুর জেলাকে ৯-৫ গোলে এবং দ্বিতীয় ম্যাচে নড়াইল জেলাকে ৯-১ গোলে পরাজিত করে। বাংলাদেশ পুলিশও এদিন দুই ম্যাচেই জয় তুলে নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে। তারা প্রথম ম্যাচে দিনাজপুর জেলাকে ২৭-৪ গোলে এবং পরের ম্যাচে মাদারীপুর জেলাকে ১৮-৬ গোলে পরাজিত করে।

বিজ্ঞাপন

এদিকে স্বাগতিক যশোর প্রথম ম্যাচে জামালপুরের কাছে ৬-১৮ গোলে ও দ্বিতীয় ম্যাচে ঢাকার কাছে ১৫-১ গোলে পরাজিত হয়ে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছে।এছাড়া নওগাঁ জেলা ২৪-১ গোলে হবিগঞ্জ জেলাকে ও বাগেরহাট জেলাকে ১১-৫ গোলে পরাজিত করে।

বিকালে প্রধান অতিথি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম।আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবির ও হ্যান্ডবল পরিষদের সম্পাদক হিমাদ্রী সাহা মনি।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় দুইটি সার্ভিসেস টিম বাংলাদেশ পুলিশ ও আনসারসহ ১৪ টি দল অংশ গ্রহন করছে।আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উল্লেখিত নারী হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
এতিমখানার অনুদান থেকে সমাজসেবা কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল বৃষ্টির জন্য মোনাজাতে মুসল্লিদের অঝোরে কান্না ১৭ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার কেন্দ্রের নির্দেশে গোয়ালন্দে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপাচার্যের অপসারণ চেয়ে এক দফা দাবি কুবি শিক্ষক সমিতির নির্বাচনের মাঠে অনড় থাকায় বহিষ্কার হলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ডলার রোববার থেকে ফের তিন দিনের হিট অ্যালাট জার্রি! শ্রীনগরে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় গোয়ালন্দ বাজারে উপজেলা ছাত্রলীগের শরবত বিতরণ বাকৃবির সেরা ৫ গবেষককে অ্যাওয়ার্ড প্রদান হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু গোয়ালন্দে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসুল্লিরা মতলবে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায় দেশের সর্বোচ্চ ৪২.৬ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা লালমোহনে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা