ময়মনসিংহে স্কুলের জমি দখল করে কোচিং সেন্টার নির্মান

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও নবদিগন্ত উচ্চ বিদ্যালয়ের জমি দখল করে মেধা বিকাশ নামে কোচিং সেন্টার গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা: তানিয়া সুলতানা রেখা স্কুলের জমিতে কোচিং সেন্টার গড়ে তুলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক রাজধানী টাইমসকে বলেন,ঘটনা সত্য,এগুলোর মধ্য আমরা যেতে চাই না। আপনারা শুনেই ফোন দিয়েছেন বুঝতে পেরেছি।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক শিক্ষার্থী রাজধানী টাইমসকে বলেন,আমি স্কুলের প্রাক্তন ছাত্র। পড়াশোনার সুবাদে সকল স্যার মেডামদের সাথে ভাল সম্পর্ক তৈরি হয়। সেই সুবাদে স্যার মেডামদের সাথে ভাল সম্পর্ক আছে।আমার জানামতে,স্কুলের জমিতে মেধা বিকাশ কোচিং সেন্টার গড়ে উঠেছে।আমি সিউর,তদন্ত করলে দেখতে পাবেন,ওই কোচিংয়ে বিভিন্ন অনৈতিক কার্যক্রম,ছেলে মেয়ে অনৈতিক মেলামেশা,বিকাল বেলা আড্ডা,মাদক সেবন চলে। আমাদের সকলের দাবি, কোচিং সেন্টারের উপরে সুষ্ঠু তদন্ত হউক,কোচিং টা বন্ধ করা হউক।

এ ব্যাপারে তানিয়া সুলতানা রেখা মুঠোফোনে যোগাযোগ করলে বলেন,মেধাবিকাশ কোচিং সেন্টার স্কুলের জমিতে না তো,আর এটা আমি আগে চালাতাম যখন আমার চাকুরির বেতন ছিলো না,আর এটা মূলত কিন্টারগার্ডেন ছিলো,কিন্টারগার্ডেন আর কোচিং একসাথে। এখন ত আমার বেতন হয়ে গেছে,এখন আর আমি ওটার সাথে জড়িত না। আর ওই যায়গাটা আমার দাদার। আর ওটা আমার বাপ চাচার সম্পত্তি,স্কুলের নামে লিখে দেয়া না।টানের যায়গা যেটুকু আছে সব টুকুই আমাদের নিজস্ব সম্পত্তি। আর নিচের যায়গা যেটুকু স্কুল ওটা আমাদের
লিখে দেয়া সম্পত্তি। আর টানের যায়গায় যেটুকু স্কুলের ভবন সে টুকু লিখে দেয়া না,ওটা আমার দাদার যায়গা।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঠোফোনে জানান,মেধাসিড়ি নামে কোন কোচিং সেন্টার নাই,তবে জেনে দেখি।

বিজ্ঞাপন

উপজেলা শিক্ষা অফিসার বলেন,সার্ভেয়ার সহ জমি আমরা মেপেছি,এখানে আলাদা কোন ঘর কিংবা কোচিং সেন্টার নাই। আমরা জমিটা মেপে দেখলাম কতটা আছে,এখানে কোন অবৈধ স্থাপনা নাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা আপনারা শুধু ভোটার, আপনাদের কথা বলার অধিকার নেই: উপজেলা চেয়ারম্যান প্রার্থী চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ১০ বছর সশ্রম কারাদণ্ড বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বি‌শেষ দোয়া বাণিজ্যিকভাবে আঠাবিহীন বারোমাসি কাঁঠাল চাষে ভাগ্য খুলেছে সবুজের বিদ্যুৎ বিভ্রাটের বৃত্তে আটকা ভোলার জনজীবন! একদিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত গাজীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিকার নামাজ আদায় লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন শিশুর মৃত্যু বাগেরহাটে দোকান ঘর ভেঙ্গে খাদে পরিবহন, নিহত ১ নবীনগরে চলে না ১ টাকা ও ২ টাকার কয়েন! উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৬ প্রার্থী ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি