বীর মুক্তিযোদ্ধা এম এ খালেকের ইন্তেকাল, চতুর্থ দফা জানাজা শেষে দাফন সম্পন্ন

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বাগেরহাটের মোরেলগঞ্জের কৃতি সন্তান অব. অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি, মোরেলগঞ্জ উপজেলা বিএপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ খালেক (৮০) শনিবার রাত সাড়ে ১২ টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তোকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার রাজধানীর রমনা কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম দফা জানাজা, রাজারবাগ পুলিশ হেডকোয়াটারে রাষ্ট্রীয় মর্যাাদায় ২য় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রোববার বেলা ১১টায় মোরেলগঞ্জ সদর আ. আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩য় জানাজা এবং বাদ আসর তার নিজ গ্রাম মোরেলগঞ্জের আমতলী ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে ৪র্থ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আলহাজ্ব এমএ খালেক ১৯৯৭ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে সেচ্ছায় অবসর গ্রহন করে বিএনপি’র রাজনীতিতে যোগদান করেন এবং ২০০০ সালে দলীয় কাউন্সিলে মোরেলগঞ্জ উপজেলা বিএপি’র সভাপতি নির্বাচীত হন। এছাড়াও তিনি ডাকাস্থ খুলনা সমিতি, বাগেরহাট সমিতি, মোরেলগঞ্জ কল্যাণ সমিতি ও মোরেলগঞ্জ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

শনিবার বাদ আসর রাজারবাগ পুলিশ হেডকোয়াটারে রাষ্ট্রীয় মর্যাাদায় অনুষ্ঠিত নামাজে জানাজায় পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি াাবদুর রহিম খান, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনান মীর রেজাউল আলমসহ পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় মরহুম এম এ খালেকের কফিনে আইজিপি,ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রোববার বেলা ১১টায় মোরেলগঞ্জ সদর আ. আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠের নামাজে জানাজায় স্থানীয় পৌর মেয়র অ্যাডভোকেট মো. মনিরুল হক তালুকদার, জেলা ও স্থানীয় বিএনপি, সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ তার শুভাকাঙ্খীরা অংশগ্রহন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা আপনারা শুধু ভোটার, আপনাদের কথা বলার অধিকার নেই: উপজেলা চেয়ারম্যান প্রার্থী চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ১০ বছর সশ্রম কারাদণ্ড বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বি‌শেষ দোয়া বাণিজ্যিকভাবে আঠাবিহীন বারোমাসি কাঁঠাল চাষে ভাগ্য খুলেছে সবুজের বিদ্যুৎ বিভ্রাটের বৃত্তে আটকা ভোলার জনজীবন! একদিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত গাজীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিকার নামাজ আদায় লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন শিশুর মৃত্যু বাগেরহাটে দোকান ঘর ভেঙ্গে খাদে পরিবহন, নিহত ১ নবীনগরে চলে না ১ টাকা ও ২ টাকার কয়েন! উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৬ প্রার্থী ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি