তানোরে অসময়ে জলাবদ্ধতা ফুঁসে উঠেছে কৃষকেরা

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের(ইউপি) হাতিশাইল-নেজামপুর মাঠে পানি প্রবাহের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফসলী জমিতে অবৈধ পুকুর খনন করায় অসময়ে মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এদিকে অসময়ে জলাবদ্ধতার কারণে কামারগাঁ ও কলমা দুটি ইউপির প্রায় দেড় সহস্রাধিক বিঘা ফসলী জমি অনাবাদি হবার আশঙ্কা দেখা দিয়েছে। এর দায় নিবে কে ? যেখানে সরকার প্রধান বলছেন দেশের এক ছটাক কৃষি জমি অনাবাদি রাখা যাবে না, সেখানে হাজার হাজার বিঘা কৃষি জমি অনাবাদি করেছে এদের খুঁটির জোর কোথায় ? না কি এরা সরকার প্রধানের থেকেও ক্ষমতাধর ! এ ঘটনায় অবৈধ পুকুর খননকারীর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে, বিরাজ করছে বিস্ফোরণমুখ পরিস্থিতি বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, কতিপয় ইউপি চেয়ারম্যানকে বিপুল অঙ্কের টাকা আর্থিক সুবিধা দিয়ে ভেঁকু দালাল এবং পুকুর সিন্ডিকেট চক্রের মুলহোতা কেশরহাটের বির্তকিত জনৈক সাদিকুল ইসলাম ওরফে শাফি ও আব্দুল করিম লাঠির জোরে ফসলী জমিতে অবৈধ পুকুর খনন করেছেন।

বিজ্ঞাপন

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, এসব অবৈধ পুকুর খননের ফলে অসময়ে জলাবদ্ধতার কারণে এলাকার অমৃতপুর, আজিজপুর, নড়িয়াল, চন্দনকৌঠা, ঘৃতকাঞ্চন, কুজিশহর, হাতিনান্দা, নেজামপুর, হরিপুর, ছাঐড় ও হিরানন্দপুরসহ প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার বিঘা ফসলী জমি অনাবাদি হয়ে পড়েছে। এতে খাদ্য উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগে পোহাতে হবে।

হাতিনান্দা গ্রামের বাসিন্দা কৃষক লীগ নেতা মুন্তাজ আলী, সৈনিক লীগ নেতা তানভির রেজা ও সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুর রহমান মাহাম বলেন, ভেঁকু দালালদের দৌরাত্ম্য দেখে মনে হয় দেশে আইন নাই, তা না হলে প্রকাশ্যে দিবালোকে কেউ এভাবে কৃষি জমি ধ্বংস করতে পারে।

এবিষয়ে কামারগাঁ ইউপির প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন আলী প্রামানিক ও ইউপি সদস্য লুৎফর রহমান প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন যদি অবৈধ পুকুর প্রতিরোধ না করে তাহলে মানুষ কার কাছে যাবে।

বিজ্ঞাপন

এবিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান সোনীয়া সরদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বার বার বলছে কৃষি জমির শ্রেণী পরিবর্তন করা যাবে না। কিন্তু এরা প্রকাশ্যে কৃষি জমি ধ্বংস করে অবৈধ পুকুর খনন করেছে।

তিনি বলেন, এর দায় উপজেলা প্রশাসন এড়াতে পারে না। তিনি এসব অবৈধ ফের ভরাটের দাবি করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা আপনারা শুধু ভোটার, আপনাদের কথা বলার অধিকার নেই: উপজেলা চেয়ারম্যান প্রার্থী চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ১০ বছর সশ্রম কারাদণ্ড বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বি‌শেষ দোয়া বাণিজ্যিকভাবে আঠাবিহীন বারোমাসি কাঁঠাল চাষে ভাগ্য খুলেছে সবুজের বিদ্যুৎ বিভ্রাটের বৃত্তে আটকা ভোলার জনজীবন! একদিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত গাজীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিকার নামাজ আদায় লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন শিশুর মৃত্যু বাগেরহাটে দোকান ঘর ভেঙ্গে খাদে পরিবহন, নিহত ১ নবীনগরে চলে না ১ টাকা ও ২ টাকার কয়েন! উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৬ প্রার্থী ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি