জেঁকে বসেছে শীত, ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে পাবনায়

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

উত্তরের জেলা পাবনায় গত কয়েক দিন ধরে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। কনকনে শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জেলার চারপাশ আরেকদিকে জেলায় বইছে উত্তরের হিমেল হাওয়া। কোথাও কোথাও সারাদিনই সূর্যের দেখা মিলছে না। এ কারণে জেলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ।

জানা গেছে, প্রতিদিনই অনেকে ঠান্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। শৈত্যপ্রবাহের কারণে পাবনা ও চলনবিল অঞ্চলের নিম্ন আয়ের মানুষের কষ্ট বেড়েছে। বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। অনেকে শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হতে হয়। আবার অনেকে বের হয়ে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে বাড়িতে অবস্থান করছেন।

আরো জানা গেছে, উত্তর জনপদে গত দুই দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ফলে বেড়েছে শীতের তীব্রতা। জেলার ঈশ্বরদী উপজেলায় শুক্রবার (৩০ ডিসেম্বর) ১০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের তথ্য জানান স্থানীয় আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক নাজমুল হক বলেন, আরো কয়েকদিন শৈত্যপ্রবাহের এই অবস্থা একই রকম থাকবে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, ঘন কুয়াশার মধ্যে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে ছোট-বড় যানবাহন। জীবিকার তাগিদে ভোর থেকে কাজের সন্ধানে বের হতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। এ দিকে হাসপাতালগুলোতে ভর্তি শিশুসহ বৃদ্ধ রোগীরাও বিপাকে পড়েছেন। এছাড়া হাড় কাঁপুনি শীতে কাহিল গ্রামের গবাদি পশুগুলো।

জেলার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া এলাকার সুমন হোসেন নামের এক রাজমিস্ত্রী জানান, এই কনকনে শীতে ও ঘন কুয়াশায় কোন কাজ করা যাচ্ছে না। এমনিতেই হাত পা জমে যাচ্ছে। মাঝে মাঝে আগুনে তাপ পোহাতে হচ্ছে।

বিজ্ঞাপন

২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসা সহকারী আজহারুল ইসলাম নাইম জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মোট ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগী আছেন ১৫ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা আপনারা শুধু ভোটার, আপনাদের কথা বলার অধিকার নেই: উপজেলা চেয়ারম্যান প্রার্থী চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ১০ বছর সশ্রম কারাদণ্ড বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বি‌শেষ দোয়া বাণিজ্যিকভাবে আঠাবিহীন বারোমাসি কাঁঠাল চাষে ভাগ্য খুলেছে সবুজের বিদ্যুৎ বিভ্রাটের বৃত্তে আটকা ভোলার জনজীবন! একদিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত গাজীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিকার নামাজ আদায় লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন শিশুর মৃত্যু বাগেরহাটে দোকান ঘর ভেঙ্গে খাদে পরিবহন, নিহত ১ নবীনগরে চলে না ১ টাকা ও ২ টাকার কয়েন! উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৬ প্রার্থী ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি