মাতৃদুগ্ধের বিকল্প নেই

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মাতৃদুগ্ধ প্রতিটা শিশুর জন্মগত অধিকার। শিশুর সুস্থ দেহ, পরিপূর্ণ বিকাশ, মানসিক ও প্রতিভার বিকাশে মায়ের দুধের বিকল্প নেই। শিশুকে বুকের দুধ খাওয়ানো টা সম্পূর্ণ নির্ভর করে তার মায়ের মন মানসিকতার উপর। মাতৃদুগ্ধ পানের মধ্য দিয়ে মা ও শিশুর মধ্যে একটি আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। পুষ্টিবিজ্ঞানীদের মতে, শিশুদের প্রথম ছয় মাস মাতৃদুগ্ধ পান করালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বাংলাদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) প্রতিবছর বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করে থাকে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, পরিমিত মাতৃদুগ্ধের অভাবে শিশুর নিউমোনিয়া জনিত মৃত‍্যুর ঝুঁকি প্রায় ১৫ শতাংশ, ডায়রিয়ায় মৃত্যুর ঝুঁকি প্রায় ১১ শতাংশ, অপুষ্টি ও অন্যান্য কারণে শিশুদের মৃত‍্যুর ঝুঁকি প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। শিশুরা যেন কোনভাবেই তাদের মৌলিক অধিকার মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে মায়েদের গুরুত্ব দিতে হবে। জন্মের প্রথম ৬ মাস শুধু মাতৃদুগ্ধ এবং ৭ থেকে ১৪ মাস পর্যন্ত বুকের দুধের পাশাপাশি শিশুকে অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়ানো যেতে পারে। মাতৃদুগ্ধ পানকারী শিশুদের মননে ও আচরণে মায়ের আচরণের প্রতিফলন সৃষ্টি করে ও আত্মিক সম্পর্ক গড়ে তুলে।

সম্প্রতি আমাদের দেশের কিছু মা নিজেদের ফিটনেস ধরে রাখতে সন্তানদেরকে তাদের মৌলিক চাহিদা মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত করে কৌটাজাত দুধ খাইয়ে থাকেন যা শিশুদের স্বাস্থ্যের জন্য তেমন উপকারী নয়।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, বাজারের কৌটাজাত দুধে বিভিন্ন ভেজাল মিশ্রিত থাকার ফলে শিশুদের নানা রোগ এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার অনেক মায়েরা তাদের চাকরি ও ব্যবসায়িক কাজের মতো অযৌক্তিক কারণ দেখিয়ে শিশুদেরকে মাতৃদুগ্ধ দানে অনিহা প্রকাশ করেন। অথচ বাংলাদেশ সরকার ইতোমধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস- আদালত, রেল স্টেশন, চিড়িয়াখানা, শপিংমলে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করেছে। এমনকি শিশুকে স্তন‍্যদানের সুবিধার্থে বাংলাদেশ সরকার ছয়মাস বেতনসহ মাতৃত্বকালীন ছুটির বিধান রেখেছে।

ইউনিসেফের (unicef) এক সমীক্ষা মতে, বিশ্বের সকল নবজাত শিশু ছয় মাস শুধু মাতৃদুগ্ধ পান করলে প্রতিবছর প্রায় ১৫ লক্ষ শিশুর মৃত্যু রোধ করা হয়তো সম্ভব হতো। এমতাবস্থায় প্রতিটি শিশুই যেন পরিমিত মাতৃদুগ্ধ পান করতে পারে সে ব্যাপারে শিশুকে স্তন্যদানের উপকারিতা, মানসিক সাপোর্ট ও পুষ্টিগুণ সম্পর্কে এ প্রজন্মের মায়েদের মধ্যে গণসচেতনতা তৈরীর পাশাপাশি মায়েদের স্তন‍্যদানের বিকল্প নেই।

 

বিজ্ঞাপন

মাহমুদুল হক হাসান 
লেখক ও সংগঠক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা আপনারা শুধু ভোটার, আপনাদের কথা বলার অধিকার নেই: উপজেলা চেয়ারম্যান প্রার্থী চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ১০ বছর সশ্রম কারাদণ্ড বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বি‌শেষ দোয়া বাণিজ্যিকভাবে আঠাবিহীন বারোমাসি কাঁঠাল চাষে ভাগ্য খুলেছে সবুজের বিদ্যুৎ বিভ্রাটের বৃত্তে আটকা ভোলার জনজীবন! একদিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত গাজীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিকার নামাজ আদায় লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন শিশুর মৃত্যু বাগেরহাটে দোকান ঘর ভেঙ্গে খাদে পরিবহন, নিহত ১ নবীনগরে চলে না ১ টাকা ও ২ টাকার কয়েন! উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৬ প্রার্থী ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি