হবিগঞ্জে ফসলি জমি ও বসত বাড়ির পাশে ইটভাটা হুমকিতে জনস্বাস্থ্য

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় যত্রতত্র ভাবে গড়ে উঠছে ইটের ভাটা কোন ধরণের নিয়মনীতির তোয়াক্কা না করেই এসব ভাটায় পুড়ানো হচ্ছে বনের কাঠ উজার হচ্ছে বনাঞ্চল বেশিরভাগ ভাটা গুলো ফসলি জমি ও বসতবাড়ির পাশে হওয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি দিন দিন হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য। এছাড়াও সরকারের দেয়া কোন ধরণের নির্দেশনা মানছে না ভাটা মালিকরা। অনেক ভাটার নেই বৈধ লাইসেন্স কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও। ফলে পরিবেশ ও জনস্বাস্থ্য ধ্বংসের পাশাপাশি হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র। এমতাবস্থায় এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী স্থানীয় সচেতন মহলের। আর পরিবেশবাদীরা বলছেন, প্রশাসনের নজরদারীর অভাবেই এমনটা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, জেলার ৯টি উপজেলায় ১২০টিরও অধিক ইটভাটা রয়েছে।

এর মধ্যে বেশিরভাগ ভাটা গড়ে উঠেছে বনাঞ্চল ঘেরা উপজেলা চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এসব উপজেলায় রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা কালেঙ্গার মতো বিশাল বনাঞ্চল। এছাড়াও রয়েছে বহু পাহাড় টিলা আর বিস্তৃর্ণ চা বাগান। আর এসব বনাঞ্চলের গাছ কেটে নিয়ে পুড়ানো হচ্ছে ভাটায়। বনের কাঠ পুড়ানোর ফলে ভাটাগুলো থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে কালো ধোয়া। ফসলি জমি বা বসত বাড়ির পার্শ্বে ভাটা হওয়ায় যা পরিবেশের পাশাপাশি প্রভাব ফেলছে সাধারণ মানুষের উপর। যদিও সরকারি নীতিমালায় সবগুলো ইটভাটাকে পরিবেশসম্মত জিগজাগ চুল্লিকরার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিচালিত হচ্ছে পরিবেশের ক্ষতিকারক এসব ইটভাটা এদিকে। বাহুবল উপজেলার মিরপুর-ধুলিয়াখাল সড়ক মিরপুর বাহুবল সড়ক, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থেকে মিরপুর অংশ মিরপুর।

শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়ক চুনারুঘাট সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর সড়ক, শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট সড়কের দু’পাশে সারি সারিভাবে দাড়িয়ে আছে অন্তত অর্ধশতাধিক ভাটা। আর এসব ভাটায় ইট বানানোর জন্য যাচ্ছে ফসলি জমির মাটি। যা পরিবহন করা হচ্ছে যন্ত্র দানব ট্রাক্টরের মাধ্যমে। ফলে ভেঙে যাচ্ছে এলাকার রাস্তাঘাট। স্থানীয় এলাকাবাসি বিষয়টি নিয়ে বার বার প্রতিকার জানালেও কোন ব্যবস্থা গ্রহন করছে না স্থানীয় প্রশাসন। শুধু রাস্তা ঘাটের ভাঙনই নয়, যন্ত্র দানব ট্রাক্টরের সাথে সড়ক দূর্ঘটনায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষেরও, স্থানীয়দের অভিযোগ গেল বছর অবৈধ ভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কিছু অভিযান পরিচালনা করা হলেও সাম্প্রতিক দিনগুলোতে নেই প্রশাসনের কোন তৎপরতা ফলে আরো বেপরোয়া হয়ে উঠেছেন ভাটা।

বিজ্ঞাপন

মালিকরাআর পরিবেশ অধিদপ্তরের কোন দায়বদ্ধতা নেই বললেই চলে এ জেলায়। তাদের কাছে নেই সঠিক কোন তথ্য। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ফসলি জমি বা বতসবাড়ির পাশে ইটভাটা গড়ে উঠা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। যার প্রভাব পড়ে পরিবেশের উপর।

তিনি বলেন, এসব সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে প্রশাসনকে আরো কঠোর হয়ে নজরদারি বাড়াতে হবে। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম বলেন, আবাদি জমির মধ্যখানে ইটভাটা নির্মাণ বেআইনি যার নেতিবাচক প্রভাব পড়ে ফসলের উপর।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
পাইকগাছায় শারিরিক প্রতিবন্ধির ডিসিআরের জমি জবর দখলের অভিযোগ শেরপুরের দুই উপজেলায় ভোট গণনা চলছে “১৭ বছর পর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা” একমাত্র ছেলের ওপর অভিমান করে বাবা-মায়ের বিষ পান দুমকীতে অবৈধ নির্বাচনী ক্যাম্প ভেঙে দিলেন ইউএনও ধান কাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে : সিইসি কাউখালীতে বাড়ছে অপমৃত্যুর প্রবণতা তিন প্রার্থী আওয়ামী লীগের,ভোট দেওয়া নিয়ে ভীতিতে ভোটাররা নরসিংদী রাত পোহালেই নরসিংদীর দুই উপজেলায় ভোট কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নির্বাচন স্থগিত গোদাগাড়ী উপজেলা নির্বাচনে দ্বিমুখী লড়াই,এগিয়ে জাহাঙ্গীর রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে আইওএমকে প্রধানমন্ত্রীর আহ্বান পদত্যাগ করলো ন্যাশনাল ব্যাংকের পর্ষদ, নতুন পর্ষদ গঠন ঝড় ও বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই