নতুন সিনেমায় তানহা তাসনিয়া, জানুয়ারিতে শুটিং শুরু

অভিনেত্রী তানহা তাসনিয়া। সংগৃহীত ছবি

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। সিনেমার নাম ‘রুখে দাঁড়াও’। পরিচালনা করছেন দেবাশীষ সরকার যিনি প্রখ্যাত নির্মাতা খান আতাউর রহমানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এরপর কলকাতায় পাড়ি জমান এবং অনেক বছর পর দেশে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।

তানহা জানান, ছবিটির জন্য প্রায় ১৫/১৬ দিন আগে চুক্তিবদ্ধ হন তিনি। এখানে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক কায়েস আরজু।

‘ভালো থেকো’ খ্যাত এই নায়িকা বলেন, ছবিটির গল্প বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজনীতিকে ঘিরে, যেখানে নানারকম বাজে রাজনীতি, অরাজকতা ও মাদক সংক্রান্ত কার্যক্রম চলে। এখানে আমাকে দেখা যাবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ছাত্রী হিসেবে, যে কিনা এসব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করে অর্থাৎ প্রতিবাদী চরিত্রে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, গল্পের চরিত্রটি আমার জন্য নতুন এবং চ্যালেঞ্জিং। কারণ, আমি বেশিরভাগ প্রেমের গল্পেই কাজ করেছি সেখান থেকে এটা ভিন্ন। আশা করছি নতুন চরিত্রে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবো।

জানা গেছে, নতুন বছরের শুরুতে অর্থাৎ ৮ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। চলবে টানা ২৮ জানুয়ারি পর্যন্ত। শুটিং হবে ঢাকা, গাজীপুর, ধামরাই ও মণিপুরের বিভিন্ন লোকেশনে। তানহা-আরজু ছাড়া ছবিতে আরো অভিনয় করছেন, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, সুব্রত, রেবেকা, গাংগুয়া, জীবন, নূপুর, নিউটন, কাজী হায়াৎ প্রমুখ।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে তানহা তাসনিয়ার। এরপর মুক্তি পায় তার অভিনীত ‘ভালো থেকো’ এবং ‘ধূমকেতু’ যেখানে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ ও শাকিব খান। মুক্তির অপেক্ষায় রয়েছে তার চতুর্থ সিনেমা ‘বিয়ে আমি করব না’।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচন: আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন ২ জন রাণীশংকৈলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচারনা উপজেলা পরিষদ নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ইসি আলমগীর ২ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা সব রেকর্ড পিছনে ফেলে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় এতিমখানার অনুদান থেকে সমাজসেবা কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল বৃষ্টির জন্য মোনাজাতে মুসল্লিদের অঝোরে কান্না ১৭ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার কেন্দ্রের নির্দেশে গোয়ালন্দে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপাচার্যের অপসারণ চেয়ে এক দফা দাবি কুবি শিক্ষক সমিতির নির্বাচনের মাঠে অনড় থাকায় বহিষ্কার হলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ডলার রোববার থেকে ফের তিন দিনের হিট অ্যালাট জার্রি! শ্রীনগরে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় গোয়ালন্দ বাজারে উপজেলা ছাত্রলীগের শরবত বিতরণ বাকৃবির সেরা ৫ গবেষককে অ্যাওয়ার্ড প্রদান হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু গোয়ালন্দে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসুল্লিরা মতলবে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায়