ঘুমিয়ে আছে গুচ্ছ, ঢাবি-রাবি-চবির পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবংকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। কিন্তু এখনো ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি নিয়ে কোন সিদ্ধান্ত জানায়নি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো।

গত বছরের থেকে এবার আরো আগে ভর্তি কার্যক্রম শুরু করার কথা থাকলেও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার এক মাস পার হয়ে গেলেও ভর্তি পরীক্ষার সিদ্ধান্তে নিয়ে এখনো উদাসীন গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন যারা নীতিনির্ধারক আছেন তারা চাইলেই শিক্ষার্থীদের সময় বাচে তারা এগিয়ে যায়। নীতিনির্ধারকদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে ঢাবিতে ভর্তির আবেদন শুরু হয়েছে ২৭ ফেব্রুয়ারি থেকে আবেদন চলবে ২০ মার্চ পর্যন্ত। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু ২০ মার্চ থেকে চলবে ৭ এপ্রিল পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন ১৫ থেকে ২৭ মার্চ। চূড়ান্ত আবেদন : ৯ থেকে ১৫ এপ্রিল। জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন শুরু ৫ এপ্রিল থেকে চলবে ৮ মে পর্যন্ত।

বিজ্ঞাপন

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক সেমিস্টারের বেশি পিছিয়ে রয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। কিছু বিশ্ববিদ্যালয়ে এর থেকেও বেশি পিছিয়ে আছে। এমন পিছিয়ে পড়া ও শিক্ষার্থীদের ভোগান্তির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবছর গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার মতামত দিয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কেউ ই চায় না এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তিতে থাকুক। গুচ্ছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে যাক এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপিও দেয় জবির একদল শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে কিনা এ নিয়ে আগামী বুধবার (১৫ই মার্চ) ৬৪তম বিশেষ সভা আহ্বান করা হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তির আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ দেরিতে দেওয়ার কারণ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকরা মনে করছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থী পাইয়ে দেওয়ার জন্য এটি একটি কৌশল যা শিক্ষার্থীদের জন্য দুঃখজনক ঘটনা। নাম প্রকাশ না করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ এক অধ্যাপক জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী পাইয়ের দেওয়ার এজেন্ডায় নেমেছে।

বিজ্ঞাপন

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে জবি গুচ্ছে না থাকার ব্যাপারে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক কে চিঠি দেয়া হলেও এখনো তা নিয়ে তিনি পরিষ্কার কোন মন্তব্য করেননি। গত ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় উপাচার্যদের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ থেকে বের হওয়ার কোন সুযোগ নেই এবংকি পরবর্তী বছর গুচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও অন্তর্ভুক্ত হতে পারে বলে জানান তিনি। আগামী বছর থেকে সারাদেশে একটি মাত্র পরীক্ষা নেওয়া হতে পারে বলেও জানান মন্ত্রী।

২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী মো. রাসেল জানান, আগে যদি গুচ্ছ ভর্তির তারিখ জানা যেত তাহলে অনেকে প্রাইভেট বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না। গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো এখনো তারিখ ই জানায়নি তাহলে আমরা ত আমাদের সময় নষ্ট করে বসে থাকবো না।

অনেকে আছে দ্বিধায় পড়ে যায় কি করবে নিরুপায় হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। পরে গুচ্ছে সুযোগ পেলে আবার ভর্তি বাতিল করে কাগজপত্র তুলে আনে। এতে অনেক ঝামেলা সহ্য করতে হয়। অনেকে আছে এই ঝামেলায় পড়তে চায় না। তাই আমরা চাই দ্রুত যেন গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

কবে নাগাদ প্রকাশিত হতে পারে গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তি এ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো ইমদাদুল হক চ্যানেল 24 অনলাইনকে জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষার ভর্তির আবেদেনের তারিখ নিয়ে এখনো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে সরাসরি মিটিং হয়নি। তাই এখনই তারিখ বলা যাচ্ছে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে কি না এ নিয়ে তিনি বলেন আগামীকাল বুধবার (১৫ মার্চ) একাডেমিক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে। নতুন করে কোন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হবে কিনা এ নিয়ে জবি উপাচার্য বলেন এ বছর নতুন করে কোনো বিশ্ববিদ্যালয় যুক্ত হচ্ছে না।

বর্তমানে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

আর টাইমস/ এসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচন: আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন ২ জন রাণীশংকৈলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচারনা উপজেলা পরিষদ নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ইসি আলমগীর ২ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা সব রেকর্ড পিছনে ফেলে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় এতিমখানার অনুদান থেকে সমাজসেবা কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল বৃষ্টির জন্য মোনাজাতে মুসল্লিদের অঝোরে কান্না ১৭ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার কেন্দ্রের নির্দেশে গোয়ালন্দে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপাচার্যের অপসারণ চেয়ে এক দফা দাবি কুবি শিক্ষক সমিতির নির্বাচনের মাঠে অনড় থাকায় বহিষ্কার হলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ডলার রোববার থেকে ফের তিন দিনের হিট অ্যালাট জার্রি! শ্রীনগরে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় গোয়ালন্দ বাজারে উপজেলা ছাত্রলীগের শরবত বিতরণ বাকৃবির সেরা ৫ গবেষককে অ্যাওয়ার্ড প্রদান হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু গোয়ালন্দে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসুল্লিরা মতলবে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায়