ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে দুমকিতে মানববন্ধন

0

ভারতে মহানবী হযরত মুহাম্মদকে (সা.)-কে নিয়ে পুরোহিতের কটূক্তির প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ, আইম্মা হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ ও ছাত্র হিজবুল্লাহ’র সংগঠনের নেতৃবৃন্দরা।

সোমবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় জমইয়াতে হিজবুল্লাহর সভাপতি মাওলানা আঃ মজিদ’র সভাপতিত্বে সরকারি জনতা কলেজ সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। সংগঠনটির ৫ শতাধিক নেতাকর্মী প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশ নেন।

এসময় তারা বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একজন হিন্দু পুরোহিত কটূক্তি করেছেন। আবার ক্ষমতাসীন বিজেপির এক নেতা সেই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। এই ধরনের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং আপত্তিকর। তাই আমরা ভারত সরকারের কাছে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

এসময় পাঙ্গাশিয়া দরবার শরীফের পীরসাব মো: অলিউর রহমান, জমইয়াতে হিযবুল্লাহ’র উপজেলা সাধারণ সম্পাদক মো: আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর মো: মজিবুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, আঙ্গারিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মো: সাইফুল বিন নাসির বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরও খবর