পবিপ্রবি’র নূতন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম

0

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) নূতন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(ময়মনসিংহ) ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

বুধবার(২৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে আগামী চার বছর এই দায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পবিপ্রবি আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে উপাচার্য পদে ৫ শর্তে নিয়োগ প্রদান করা হলো।

এদিকে বিশ্ববিদ্যালয়ে নূতন ভিসি নিয়োগের পর পরই চলোমান সকল কর্মসূচি বাতিল করেছে সকল শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা -কর্মচারীরা।

এব্যাপারে পবিপ্রবির রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, সরকারি সিদ্ধান্তকে মেনে নিয়ে আমাদের পূর্ব ঘোষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভাইস-চ্যান্সেলর নিয়োগের দাবির কর্মসূচী বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ২২আগস্ট সাবেক ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র শামন্ত স্বেচ্ছায় পদত্যাগ করলে উক্ত পদে পবিপ্রবির ৮ম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর