শেরপুর কারাগার থেকে পলাতক হত্যা মামলার হাজতি রফিক মিয়া (৩৪) কে আটক করেছে র্যাব ১৪। রফিক মিয়া শেরপুর সদর থানার দিকপাড়া রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সলিমুদ্দিন এর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে গতরাত (১৬ সেপ্টেম্বর) ২১.২০ টায় শেরপুর জেলার শেরপুর সদর থানার দিকপাড়া রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে রফিক মিয়াকে আটক করে র্যাব। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকাল চারটায়
কয়েক হাজার দুষ্কৃতকারী শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে। এসময় তারা
বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন করে। কারাগারে আটক ৫ শতাধিক কয়েদি ও হাজতিকে পলায়নে সহায়তা করে তারা।
ঘটনার পর পলাতকদের আটক করতে অভিযানে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় গতরাতে হাজতি নং-১৩৩৭/২৪ রফিক মিয়াকে আটক করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রফিক মিয়াকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কয়েদিদের গ্রেফতারের জোড় অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।