গোয়ালন্দে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২

0

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স হতে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও চুরির সাথে জড়িত দুজনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃতরা হলেন, খুলনা জেলার তেরখাদা থানার চর জয়সুরা গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে মো. আলামিন শেখ (২৬), একই জেলার রূপসা থানার মোচ্ছাবারপুর গ্রামের মো. ইমরান শেখের ছেলে মো. শরিফুল ইসলাম সৌরভ (২০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানায় ২৯ অক্টোবর মামলা নং-২৬, ধারা ৩৭৯, পেনাল কোড ১৮৬০ এ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো: জাকির হোসেন এর ব্যবহৃত APACE RTR 160CC মোটর সাইকেল যাহার রেজিঃ নং- রাজবাড়ী ল-১১-৩৩৮৩
মোটরসাইকেলটি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের পাশে বারান্দায় রাখা অবস্থায় গত গত ১৪ অক্টোবর আনুমানিক সকাল ৯ টা থেকে বেলা ১ টা ৪৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি করে নিয়ে যায়। এই ঘটনা সংক্রান্তে মো. জাকির হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ উক্ত ঘটনায় মামলা রুজু করে এর তদন্তভার অর্পন করেন এস আই সেলিম মোল্লার উপর। মামলার তদন্তভার গ্রহণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ অক্টোবর রাত ৩ টায় গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লাসহ একটি চৌকস টিম গোপালগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে আটক করে।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে চুরি হওয়া মোটরসাইকেল টি উদ্ধার সহ দুইজনকে আটক করা হয়।
আটককৃত আসামীদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর