শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার আসামি গ্রেফতার

0

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর অস্ত্রসহ হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি মোশারফ হোসেন (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে শেরপুর সদর থানার কুসুমহাটি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। মোশাররফ হোসেন সদর উপজেলার কুসুমহাটি ঘিনাপাড়া গ্রামের মৃত আব্দুল মোতালেবের পুত্র।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরের খরমপুর এলাকায় মোশারফ হোসেন সহ এজাহার নামীয় অন্যান্য আসামিগণ বেআইনি জনতাবদ্ধ হয়ে রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা করে। উক্ত বিষয়ে মো. মন্টু মিয়া বাদী হয়ে শেরপুর জেলার সদর থানায় দুইটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে।

র‌্যাব আর‌ও জানায় এ ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামি উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

এ সম্পর্কিত আরও খবর