শেরপুরের নালিতাবাড়ীতে ৩২ বোতল বিদেশি মদসহ সাইলেন্ট চামুগং (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সাইলেন্ট চামুগং নালিতাবাড়ী উপজেলার আন্ধারপাড়া গ্রামের পলিন্দ্র রকো এর পুত্র।
সোমবার রাত এগারোটার দিকে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া এলাকা থেকে তাকে আটক করে র্যাব-১৪।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অবৈধভাবে মাদক পাচারের সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৭ অক্টোবর) রাত ১১ টার দিকে অভিযান চালায় র্যাব। এসময় নালিতাবাড়ী উপজেলার বারোমারি মিশন হতে ঝিনাইগাতীগামী রাস্তার পূর্ব সমশ্চুড়া তিন রাস্তার মোড়ের হানিফের চায়ের দোকানের পাশের পাকা রাস্তা থেকে সাইলেন্ট চামুগংকে ৩২ বোতল বিদেশি মদসহ আটক করা হয়।
র্যাব জানায়, ‘আটককৃত সাইলেন্ট চামুগং একজন পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন হতে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো। তাকে আলামতসহ নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।