সাতক্ষীরা দেবহাটায় খলিষাখালী ১৭শত বিঘা মৎস্য ঘের ভূমিদস্যদের দখলে

0

সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া ও জগন্নাথপুর মৌজায় ১৭ শত বিঘা মৎস্যঘের দখল ফিরে পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে প্রকৃত মৎস ঘেরের মালিকগণ।

বিগত স্বৈরাচারী সরকারের সাবেক মন্ত্রী রুহুল হক, তৎকালীন পুলিশ সুপার মনিরুজ্জামানের ছত্রছায়ায় খলিষাখালী গ্রামের বক্কার গাজীর ছেলে ভূমিদূস্য সাইফুল গাজী, কামরুল গাজী,,করিম শেখের ছেলে মকরম শেখ, নোড়ারচক গ্রামের সোবহান সরদারের ছেলে রিয়াজ সরদার ও ভূমিদূস্য আকরামের নেতৃত্ব মৎস্যঘের দখল করে — অবৈধভাবে ভোগ দখল করে আসছে।

৫ ই আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকৃত জমির মালিকগণ মৎস্যঘেরে গেলে ভূমিদস্যু সাইফুলের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র তাক করে মালিকদের ভীতি প্রর্দশন করে। জমিতে আসলে মেরে ফেলার হুমকি দেয় প্রকৃত মৎস্যঘেরের মালিকরা নিরুপায় হয়ে জেলা প্রশাসকের কাছে মৎস্ ঘের দখল ফিরে পেতে আবেদন করেছে।

ভুক্তভোগী জমির মালিক মহিউদ্দিন বলেন, সাবেক মন্ত্রী ডা: রুহুল হকের নির্দেশে সাবেক পুলিশ সুপার মনিরুজ্জামানের ছত্রছায়ায় ভূমিদস্যু সাইফুল গাজীর নেতৃত্বে মৎস্যঘের দখল করে আমাদের মারপিট করে তাড়িয়ে দেয়। প্রকৃত জমির মালিকদের পুলিশ দিয়ে হয়রানি করায়। জমিতে গেলে মেরে ফেলার হুমকি দেয়।

তিনি আরও বলেন,আজ স্বৈরাচারের পতন হয়েছে ঠিকিই কিন্তু এখনো, তাদের দোসরা এখন রয়েছে প্রকাশ্যে আমাদের মত নিরহ জমির মালিকদের জমিতে না যাওয়ায় জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে আমরা সুষ্ঠু বিচার চায়।

ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, প্রকৃত জমির ওয়ারেশ হয়েও। স্বৈরাচার সরকারের পৃষ্ঠপোষক রহুল হকের সন্ত্রাসী বাহিনীর ভয়ে জমিতে যেতে পারে নি।

বারবার মেরে ফেলার হুমকি দিয়েছে। সাবেক এসপি মনিরুজ্জামান পুলিশ পাটিয়ে আমাদের হয়রানি করেছে। সরকার পতনের পর সেই স্বৈরাচারীর দোসরা এখনও আমাদের হুমকি দিচ্ছে মৎস্যঘেরে না যাওয়ার জন্য। আমরা প্রকৃত জমির মালিকরা জমিতে যেতে পারি। তাহার ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেেপ কামনা করছি

সাবেক মন্ত্রী রহুল হক সহ তার সন্ত্রাসী বাহিনীর আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।

এ সম্পর্কিত আরও খবর