দায়িত্ব গ্রহণ করার পরই ২০২৪ এর জুলাই বিপ্লবে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পন করেন।
এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে সকাল সাড়ে আটটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. মো. রেজাউল করিম কর্মস্থলে যোগদান করেছেন।
এদিন সকাল থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী নতুন উপাচার্যকে স্বাগত জানানোর জন্য বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়।
এছাড়া শিক্ষক-কর্মকর্তারাও নতুন উপাচার্যকে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যানবৃন্দ।