ভালোবাসা দিবসে বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির শান্তিপূর্ণ মানববন্ধন

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভালোবাসা না পেয়ে ভালোবাসার সুষ্ঠু বন্টনের দাবিতে মঙ্গলবার সাড়ে ১১ টায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির নব নির্বাচিত সভাপতি এ কে এম শাকিলের নেতৃত্বে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

সোসাইটির নব নির্বাচিত সদস্য সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাসের লাভ রোড থেকে শুরু করে ছাতিম তলা, ফারুক চত্বরের কোল ঘেঁষে পদযাত্রা শুরু করে ক্যাম্পাসের প্রধান ফটক পর্যন্ত। এ সময় পদযাত্রায় স্লোগানে মুখরিত ছিল মিঙ্গেল কাপল যেখানে ঠাডা পড়বে সেখানে, কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না, প্রেমের নামে নষ্ঠামি চলবে না, মানি না, মানবো না ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

পদযাত্রা শেষে বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির নব নির্বাচিত সদস্যদের শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজনে নব নির্বাচিত সভাপতি এ কে এম শাকিল বলেন, ক্যাম্পাস থাকবে সিঙ্গেল, সিঙ্গেল শক্তি, সিঙ্গেলে মুক্তি। সিঙ্গেলদের জীবনে চাপ কম থাকে। এটি কেবল সম্পর্কের কারণে নয়, আর্থিকভাবে তারা চাপমুক্ত থাকেন মিঙ্গেলদের তুলনায়। কারণ গবেষণায় বলছে যারা একা থাকেন তারাই বরং বেশি ভালোভাবে বাঁচেন। ভালোবাসা কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। বাঙলা কলেজের মাটি সিঙ্গেল সোসাইটির ঘাটি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ক্যাম্পাসে অনেক কাপল আছে যারা একসঙ্গে একাধিক প্রেম করে। প্রেমের ফাঁদে ফেলে ধোঁকা দিচ্ছে প্রেমিক প্রেমিকাদের। তাই এধরনের প্রেমের ফাঁদে না পড়ে আজই সবাই সিঙ্গেল সোসাইটিতে যুক্ত হয়ে নিজেকে সিঙ্গেল থাকার প্রতিজ্ঞাবদ্ধ হন সাথে সিঙ্গেল সোসাইটিকে শক্তিশালী করে গড়ে তুলুন।

 

বিজ্ঞাপন

বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির সাবেক সভাপতি তুখুর সিঙ্গেল নেতা মাহফুজুর রহমান সরকার বলেন, ২০৩০ সালের আগে কোন প্রেম তো দূরে থাকুক, বিবাহে আবদ্ধ হবো নাহ।

বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির উপদেষ্ঠা আরিয়ান হৃদয় বলেন, সারাদেশে আজ ভালোবাসা দিবস পালন হচ্ছে, কিন্তু বেশিরভাগই প্রেমের নামে নষ্টামি চলছে। একজন ছেলে-মেয়ে একের অধিক সম্পর্কে রয়েছে। ভালোবাসার মত পবিত্র বিষয়কে তারা ছেলেখেলা বানিয়েছে। কিন্তু এখন প্রেমের নামে ভালোবাসাকে অপবিত্র করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়া জরুরি। লেখাপড়ার সময় প্রেমের সম্পর্কে জড়ানো উচিত নয় কারও।

ফারুক চত্বর নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক এস এইচ সবুজ বলেন, ‘প্রেমের জন্য অনেক চেষ্টা করেও হয়নি। কারণ এখন প্রায় সব মেয়েরাই প্রেম করে। যে মেয়েকেই প্রস্তাব দিয়েছি, সে বলে ‘সরি, ভাইয়া, অ্যাফেয়ার আছে বলে জানিয়ে দিয়েছে। বেশ কয়েকটা প্রস্তাব দিয়ে তিনি এখন হাল ছেড়ে দিয়েছেন বলেও জানান তিনি।

 

আরও পড়ুন—-

বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

ভালোবাসায় ভরে উঠুক বাঙলা ক্যাম্পাস

 

আর টাইমস/ এসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা আগামীকাল বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীনগরে উপজলা নির্বাচনে টাকা বিতরণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধর নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু কচুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অনুমোদন পেল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি নদীর ঢেউয়ে জীবন জড়াচ্ছে বাপ-দাদার পেশায়,শিক্ষা বিমুখ জেলে পল্লীর অধিকাংশ শিশু বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট