ভালোবাসা দিবসে বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির শান্তিপূর্ণ মানববন্ধন

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভালোবাসা না পেয়ে ভালোবাসার সুষ্ঠু বন্টনের দাবিতে মঙ্গলবার সাড়ে ১১ টায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির নব নির্বাচিত সভাপতি এ কে এম শাকিলের নেতৃত্বে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

সোসাইটির নব নির্বাচিত সদস্য সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাসের লাভ রোড থেকে শুরু করে ছাতিম তলা, ফারুক চত্বরের কোল ঘেঁষে পদযাত্রা শুরু করে ক্যাম্পাসের প্রধান ফটক পর্যন্ত। এ সময় পদযাত্রায় স্লোগানে মুখরিত ছিল মিঙ্গেল কাপল যেখানে ঠাডা পড়বে সেখানে, কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না, প্রেমের নামে নষ্ঠামি চলবে না, মানি না, মানবো না ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

পদযাত্রা শেষে বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির নব নির্বাচিত সদস্যদের শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজনে নব নির্বাচিত সভাপতি এ কে এম শাকিল বলেন, ক্যাম্পাস থাকবে সিঙ্গেল, সিঙ্গেল শক্তি, সিঙ্গেলে মুক্তি। সিঙ্গেলদের জীবনে চাপ কম থাকে। এটি কেবল সম্পর্কের কারণে নয়, আর্থিকভাবে তারা চাপমুক্ত থাকেন মিঙ্গেলদের তুলনায়। কারণ গবেষণায় বলছে যারা একা থাকেন তারাই বরং বেশি ভালোভাবে বাঁচেন। ভালোবাসা কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। বাঙলা কলেজের মাটি সিঙ্গেল সোসাইটির ঘাটি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ক্যাম্পাসে অনেক কাপল আছে যারা একসঙ্গে একাধিক প্রেম করে। প্রেমের ফাঁদে ফেলে ধোঁকা দিচ্ছে প্রেমিক প্রেমিকাদের। তাই এধরনের প্রেমের ফাঁদে না পড়ে আজই সবাই সিঙ্গেল সোসাইটিতে যুক্ত হয়ে নিজেকে সিঙ্গেল থাকার প্রতিজ্ঞাবদ্ধ হন সাথে সিঙ্গেল সোসাইটিকে শক্তিশালী করে গড়ে তুলুন।

 

বিজ্ঞাপন

বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির সাবেক সভাপতি তুখুর সিঙ্গেল নেতা মাহফুজুর রহমান সরকার বলেন, ২০৩০ সালের আগে কোন প্রেম তো দূরে থাকুক, বিবাহে আবদ্ধ হবো নাহ।

বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির উপদেষ্ঠা আরিয়ান হৃদয় বলেন, সারাদেশে আজ ভালোবাসা দিবস পালন হচ্ছে, কিন্তু বেশিরভাগই প্রেমের নামে নষ্টামি চলছে। একজন ছেলে-মেয়ে একের অধিক সম্পর্কে রয়েছে। ভালোবাসার মত পবিত্র বিষয়কে তারা ছেলেখেলা বানিয়েছে। কিন্তু এখন প্রেমের নামে ভালোবাসাকে অপবিত্র করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়া জরুরি। লেখাপড়ার সময় প্রেমের সম্পর্কে জড়ানো উচিত নয় কারও।

ফারুক চত্বর নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক এস এইচ সবুজ বলেন, ‘প্রেমের জন্য অনেক চেষ্টা করেও হয়নি। কারণ এখন প্রায় সব মেয়েরাই প্রেম করে। যে মেয়েকেই প্রস্তাব দিয়েছি, সে বলে ‘সরি, ভাইয়া, অ্যাফেয়ার আছে বলে জানিয়ে দিয়েছে। বেশ কয়েকটা প্রস্তাব দিয়ে তিনি এখন হাল ছেড়ে দিয়েছেন বলেও জানান তিনি।

 

আরও পড়ুন—-

বাঙলা কলেজ সিঙ্গেল সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

ভালোবাসায় ভরে উঠুক বাঙলা ক্যাম্পাস

 

আর টাইমস/ এসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক তীব্র গরমে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন খালে ভাসছে বাঘের দেহ! বকশীগঞ্জে ২৪ কেজি গাজাঁ উদ্ধার, আটক ৩ শুল্ক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে সীমাহীন দূর্নীতির অভিযোগ, মাসে আয় ২ কোটি টাকা কুমিল্লায় আওয়ামী লীগ নেতার ভাগিনা গ্রেফতার ৫ বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে ৪৫১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচন: আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন ২ জন রাণীশংকৈলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচারনা