তানোরে রাব্বানী-মামুনের ষড়যন্ত্র কার বিরুদ্ধে ?

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজশাহীর তানোরে গোপণে দলের কার্যনির্বাহী কমিটির কথিত সভা আয়োজন করায় উপজেলা আওয়ামী লীগের অর্থব সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, তানোর পৌর মেয়র ইমরুল হক ও মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমানকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে ফের উঠেছে সমালোচনার ঝড়, বইছে মুখরুচোক নানা গুন্জন।

তাদের এসব ষড়যন্ত্র কার বিরুদ্ধে দলের মনোনিত নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর প্রতিনিধির বিরুদ্ধে। যারা দলের সভাপতির মনোনিত নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তারা নৈতিকভাবে কি আর সেই দলে থাকার অধিকার রাখেন ?

জানা গেছে, গত শনিবার তানোর পৌর মেয়র ইমরুল হকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের ব্যানারে পৌর ভবনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কথিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি গোলাম রাব্বানী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম ওরফে পাপুল সরকার।

বিজ্ঞাপন

তবে ৬১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য স্থানীয় সাংসদ, দুই নম্বর সদস্য জেলার সহসভাপতি শরিফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সিনিযর সহসভাপতি ও কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, সহসভাপতি সুনিল দাস, যুগ্ম-সম্পাদক রামকমল সাহা, সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, নির্বাহী সদস্য সাইদুর রহমান সরকার আবু সাঈদ, উপেজলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ কমিটির ৬১ জন সদস্যর মধ্যে কমপক্ষে ৫০ সদস্য জানেন না সভার কথা। তাহলে এই সভা কি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার স্বীকৃতি বা মর্যাদা পাই ?

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়,আগামি ১৫ জুলাই শুক্রবার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে কার্যনির্বাহী কমিটির প্রস্তুতি সভা বলা হলেও এদিন বক্তারা শুরু থেকেই স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নাসহ মুলস্রোতের নেতাকর্মীদের বিরুদ্ধে বিষেদাগার করে বক্তব্য রাখেন।

এমনকি সাংসদকে প্রতিহত ও আগামি সাধারন নির্বাচনে তার মনোনয়ন ঠেকানোর কথা বলা হয়। সাংসদ ও উপজেলা চেয়ারম্যানকে রাজনীতিতে থেকে সরাতে উপস্থিতদের আরো ঐক্যবদ্ধ হবার আহবান জানান।

বিজ্ঞাপন

এখন প্রশ্ন হলো এমপি ও উপজেলা চেয়ারম্যান কার লোক, তারা আওয়ামী লীগের দলীয প্রতিক নৌকা নিয়ে নির্বাচিত হয়েছেন। আর নৌকার মালিক দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিকে যারা নির্বাচিত তারা তো সরাসরি প্রধানমন্ত্রীরই প্রতিনিধি। তাহলে যারা তাদেরকে নিয়ে মানহানিকর কুরুচিপূর্ণ বক্তব্য ও রাজনীতি থেকে সরাতে বা তাদের মনোনয়ন ঠেকাতে চাচ্ছেন তারা প্রত্যক্ষ-পরোক্ষ প্রধানমন্ত্রীর বিরোধীতা করছেন তাই নয় কি।

আর মনোনয়ন কি তাদের কথায় হয় তাহলে তারা এমন কথা বলার সাহস পায় কোথা থেকে। তাছাড়া কাউন্সিল প্রস্ত্ততি সভায় এসব আলোচনা কার স্বার্থে এতে কি আওয়ামী লীগ উপকৃত না ক্ষতিগ্রস্ত হচ্ছে ? তাহলে যারা দলের দায়িত্বশীল পদে থেকে দলবিরোধী এসব কর্মকান্ড করে তারা কি আর আওয়ামী লীগে রয়েছে। তাদের এমন গিবদ চর্চা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

কাউন্সিল প্রস্ত্ততি সভায় কাউন্সিল বিষয়ে তেমন কোনো বক্তব্য না দিয়ে স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও দলের দায়িত্বশীল নেতৃত্বকে কটাক্ষ এবং ব্যক্তিগত আক্রমণ করে বক্তব্য দেয়ায় রাব্বানী-মামুনের বিরুদ্ধে তৃণমুলে এসব ক্ষোভ-অসন্তোষ ও ক্রিয়া-প্রতিক্রিয়ার সুত্রপাত হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে সভাপতি গোলাম রাব্বানী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, সভা নয় এমনিতে নেতাকর্মীদের সঙ্গে চা চক্র
করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
বাকৃবিতে ভেটেরিনারি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মাল্টা কাওসারকে নিয়ে শংকিত পাওনাদাররা পাইকগাছায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ পাইকগাছায় ফসিয়ার রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২৭৫ জন ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান নরসিংদীর পাঁচদোনায় বাস-মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৩ শেরপুরে জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন এবার পদ্মা সেতু ঘুরে যাবে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ দেশবাসীকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী সিলেটের ৮ উপজেলায় নতুন মুখ হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা পুলিশের পৃথক অভিযানে দশ কেজি গাঁজা ও ওয়ারেন্টের ১৫ আসামী গ্রেপ্তার কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ ঝুঁকিপূর্ণ সাঁকোই কোমলমতি শিক্ষার্থীদের ভরসা দুমকিতে হত্যা মামলার দু’আসামি গ্রেফতার নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে নানার কবরে চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম ঠাকুরগাঁওয়ে বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ক কর্মশালা রাণীশংকৈলে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ট্রাক্টর চালকের মৃত্যু ঢাবির অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে কাল নরসিংদী ৬টি উপজেলার হাটে লিচু বিক্রি হচ্ছে চড়া দামে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাগেরহাটে ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ