ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বাস টার্মিনালে ঘুরমুখো মানুষের তীব্র চাপ

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঈদের আগের দিন রাজধানীর বাস টার্মিনালগুলোতে তেমন ঘরমুখো মানুষের দেখা তেমন একটা মেলেনি। ঢাকা থেকে ছেড়ে যাওয়া অনেক বাসেরই অর্ধেক আসন ফাঁকা ছিল। তবে এর বিপরীত চিত্র দেখা গেল ঈদের দ্বিতীয় দিনে। ঈদ ও পয়লা বৈশাখসহ চার দিন ছুটি হাতে থাকায় আজ শুক্রবার অনেকেই গ্রামে যাচ্ছেন বেড়াতে।

রাজধানীর মালিবাগ, টিটিপাড়া, মানিকনগর, সায়েদাবাদের বেশ কয়েকটি দূরপাল্লার বাস কাউন্টারে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, কাউন্টারগুলোতে এসে যাত্রীরা ভিড় করছেন। কোথাও কোথাও মিলছে না প্রত্যাশিত সময়ে টিকিট। কেউ সকাল ছয়টায় কাউন্টারে এসে নয়টার বাস পেয়েছেন। আবার কেউ ৯টায় এসে পেয়েছেন ১১টা কিংবা তারও পরের বাস।

টিটিপাড়ায় স্টার লাইন বাসে করে ফেনী যাবেন শাওন। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে কাউন্টারে অপেক্ষা করছেন তিনি। কিন্তু সময়মতো বাস পাননি।

বিজ্ঞাপন

শাওন বলেন, ‘সাড়ে ৭টায় এসে সোয়া ৯টার বাস পেয়েছি। পত্রিকার খবরে দেখেছি, ঈদের আগেও বাসে কোনো ভোগান্তি ছিল না। অথচ আজ ঈদের দ্বিতীয় দিন এত ভিড়।’

ঈদের ছুটির বাকি সময়গুলো কাটাতে ফেনী যাচ্ছেন ফারাহানা ফারাহ ও তাঁর দুই মেয়ে। সকাল সাড়ে ৮টায় কাউন্টারে এসে টিকিট সংগ্রহ করতেই ৪০ মিনিট অপেক্ষা করতে হয়েছে এই নারীকে। তিনি বলেন, ‘ঈদের আগে বাসে ভিড় থাকে। কিন্তু আজ উল্টোটা দেখছি। বাচ্চা দুটো এই গরমের মধ্যে কষ্ট পাচ্ছে।’

যাত্রীর তীব্র চাপ দেখা গেছে মানিকনগরের নোয়াখালীগামী কে কে ট্রাভেলস, হিমাচল পরিবহন ও ড্রিম লাইন বাসের কাউন্টারেও। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে নোয়াখালী যাচ্ছেন ইস্রাফিল মিয়া। দুই ঘণ্টা আগে এসেও বাস পেতে বেগ পেতে হয়েছে তাঁকে। ইস্রাফিল  বলেন, ‘ঈদের পরদিন একটু চাপ সব সময় থাকে। কিন্তু এবার এত মানুষ আগে কখনো দেখিনি।’

বিজ্ঞাপন

বাসের সংকট থাকার কারণ হিসেবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, বেশির ভাগ বাস ঢাকার বাইরে। কিছু চালক ও সহকারী ছুটিতে থাকায় ঢাকা থেকে বাস কম ছাড়া যাচ্ছে। তবে স্টার লাইন বাসের টিকিট বিক্রয় কর্মী মিজান বলেন, ‘আমাদের বাস পর্যাপ্ত আছে, সে অনুযায়ী যাত্রী বেশি। আমাদের যাত্রীর চাপ সব সময়ই এমন থাকে।’

নোয়াখালীগামী কে কে ট্রাভেলসের কাউন্টার মাস্টার শামীম বলেন, ‘কিছু ড্রাইভার ছুটিতে। ওদিক থেকে বাস ছাড়েনি। তাই এখান থেকে যাত্রীদের টিকিট দিতে হিমশিম খেতে হচ্ছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচন: আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন ২ জন রাণীশংকৈলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচারনা উপজেলা পরিষদ নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ইসি আলমগীর ২ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা সব রেকর্ড পিছনে ফেলে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় এতিমখানার অনুদান থেকে সমাজসেবা কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল বৃষ্টির জন্য মোনাজাতে মুসল্লিদের অঝোরে কান্না ১৭ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার কেন্দ্রের নির্দেশে গোয়ালন্দে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপাচার্যের অপসারণ চেয়ে এক দফা দাবি কুবি শিক্ষক সমিতির নির্বাচনের মাঠে অনড় থাকায় বহিষ্কার হলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ডলার রোববার থেকে ফের তিন দিনের হিট অ্যালাট জার্রি! শ্রীনগরে বৃষ্টির জন্য ইসতেস্কার নামাজ আদায় গোয়ালন্দ বাজারে উপজেলা ছাত্রলীগের শরবত বিতরণ বাকৃবির সেরা ৫ গবেষককে অ্যাওয়ার্ড প্রদান হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু গোয়ালন্দে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসুল্লিরা মতলবে বৃষ্টির জন্য ইস্তিসকা নামাজ আদায়