১০ ডিসেম্বর তো চলে গেলো, খালেদা জিয়া তো ক্ষমতা দখল করতে পারলো না: কাদের

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১০ ডিসেম্বর বিএনপির সরকার পতনের ঘোষণাকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘১০ ডিসেম্বর তো চলে গেলো, বিএনপি নেতারা কোথায়? আজকে পল্টনে গেলেন না? হাফ ডিফিট (অর্ধেক পরাজয়) তো হয়ে গেছে।’

সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদেরসাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘খালেদা জিয়া তো ক্ষমতা দখল করতে পারলো না, উনি যেখানে ছিল সেখানেই আছে। কই ক্ষমতা দখল করলেন না আপনারা? তারেক জিয়া তো মুচলেকা দিয়ে লন্ডনে। দেখতে দেখতে ১৫ বছর চলে গেলো। তারেক কোন বছর দেশে আসবে।’

বিজ্ঞাপন

শনিবার (১০ ডিসেম্বর) বিকালে সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে ১০ ডিসেম্বর ঢাকায় সরকার পতনের আলটিমেটামের ঘোষণা দিয়েছিল বিএনপি।

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে জনসভায় কেন্দ্রীয় নেতারা বক্তৃতা দেন। জনসভায় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

জনসভায় ওবায়দুল কাদের বলেন, ‘নয়াপল্টনের অফিস ১০ তারিখে সমাবেশ, অনুমতি পায়নি। অনুমতি পাওয়ার আগেই তারা কী করেছে? তারা সেখানে প্রস্তুতি নিয়েছে। পরে পুলিশ তল্লাশি করে সেখানে কি পেলো? ১৬০ বস্তা চাল, ওই যে হাড়ি-পাতিল ও মশারি-বিছানা।’

বিজ্ঞাপন

বিএনপি আন্দোলনের নামে নয়াপল্টনে পিকনিক পার্টি করতে চেয়েছিল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির পল্টনের কার্যালয়ে ১৬০ বস্তা চাল পাওয়া গেছে। আরও অনেক সরঞ্জাম ছিল। আসলে তারা পিকনিক পার্টি করতে চেয়েছিল। বিভিন্ন জেলার সমাবেশেও একই কাজ করেছে তারা। কোথা থেকে আসে টাকা? কোন ব্যবসায়ী, কোন শিল্পপতি কত টাকা দিয়েছে, সে খবর আমরা জানি। কারা টাকা দিয়ে পিকনিক পার্টি করাচ্ছে বিএনপিকে দিয়ে তাও আমরা জানি। সময়মতো সব প্রকাশ করা হবে।’

পদ্মা সেতু হওয়ায় বিএনপির মনে অনেক ব্যথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু হয়ে গেলো। এখন আবার মেট্রোরেল হয়ে যাচ্ছে, শতভাগ বিদ্যুতের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। নানা সংকটের মধ্যেও বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এসব কারণে আজ ঈর্ষান্বিত বিএনপি।’

খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এবার খেলা হবে বিএনপির দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে ও লুটপাটের বিরুদ্ধে। খেলা হবে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে। প্রস্তুত হয়ে যান, মাঠে জবাব দেবো।’

মানুষ অনেক কষ্টে আছে, আমরাও একটু বিপদে আছি জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে জিনিসের দাম বেড়েছে। মানুষের কষ্ট হচ্ছে। তবু আমরা ভয় পাইনি। সংকট মোকাবিলা করে যাচ্ছি।’

বাংলাদেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে বিদেশি রাষ্ট্রদূতদের আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা কারও ব্যাপারে নাক গলাই না। তাহলে আমাদের ব্যাপারে মাথা ঘামান কেন, কেন-ই-বা নাক গলান। ইতোমধ্যে তারাও বুঝে গেছে, বিএনপি বিদেশি দূতাবাসে গিয়ে নালিশ করে। এজন্য বিএনপির নাম বাংলাদেশ নালিশ পার্টি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন