হুমকির মুখে বাংলা ভাষা

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলতে পারি। বিখ্যাত এই গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। নিঃসন্দেহে এই গানটি আব্দুল গাফফার চৌধুরীর এক অন্যন্য সৃষ্টি যা বাংলা ভাষা-ভাষী মানুষের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ। কারণ, পৃথিবীতে আমরাই তো একমাত্র সেই জাতি যারা ভাষার জন্য ঝরিয়েছি রক্ত। রাজপথে দিয়েছি প্রাণ। এই ভাষায় তো আমাদের আবেগ, অনুভূতি ও ভালোবাসা। এই ভাষা না থাকলে বাঙালির অস্তিত্ব কল্পনা করা যায় না। আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত এই বাংলা ভাষা। আমাদের মনের ভাব প্রকাশ মাধ্যম-ই তো এই বাংলা ভাষা। শিশুকালে মায়ের মুখের ঠোঁট নাড়ানো দেখে আমাদের মধ্যে যে ভাষার ভিত্তি প্রস্তর হয় তা এই বাংলা ভাষা। তাইতো মায়ের মুখের এই বাংলা ভাষার থেকে বড় আবেগের বিষয় আর কি হতে পারে। সত্যি আমরা এই ভাষাকে ভুলতে পারবো না, ভাষার জন্য রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারীকে ভুলতে পারবো না। আমরা ভুলতে পারবো না ভাষার জন্য জীবন দেওয়া রফিক, শফিক, বরকত, জব্বার সহ নাম না জানা ঐ সকল ভাষা শহীদদের।

কিন্তু এই কথাগুলো বর্তমানে শুধু আমাদের আবেগকেই লালন করে বাস্তবতাকে না। দুঃখজনক হলেও এটাই সত্য আমরা একুশে ফেব্রুয়ারীকে ভুলতে না পারলেও আমরা কিন্তু বাংলা ভাষাকে ঠিকই ভুলতে বসেছি। ভাষার জন্য শহীদ হওয়া এই সকল শহীদদের ভুলতে না পারলেও আমরা আজ ভুলতে বসেছি তাদের শহীদ হওয়ার কারণকে তথা বাংলা ভাষাকে।

ভাবতে গেলে অবাক হতে হয় , আজ বাঙালির মুখের ভাষার এ কি অবস্থা! এ যেন বাংলা ভাষার বিকৃতি হয়ে সৃষ্টি হয়েছে নাম না জানা অন্য এক ভাষার। যে ভাষাতে নেই কোন মাধুর্য। কথা বলে নেই কোন শান্তি। যে ভাষায় স্থান পেয়েছে কিঞ্চিৎ বাংলা আর বাকি অংশে জুড়ে আছে অন্যন্য সব বিদেশি ভাষার আনাগোনা। যে ভাষায় কথা বলতে হলে ইংরেজি, হিন্দি ও উর্দু টার্ম ব্যবহার করা বাধ্যতামূলক। এ যেন এক মিশ্রিত ভিন্ন রকমের ভাষা।

বিজ্ঞাপন

তাহলে কি এই মিশ্রিত ভাষার জন্য জীবন দিয়েছিল ভাষা শহীদ রফিক বরকতরা ? যদি এই বাংলা ভাষা বাংলা না-ই থাকবে তাহলে কেনই বা তারা এই বাংলা ভাষার জন্য জীবন দিলো? একবার নিজেকে প্রশ্ন করুন। আপনি কতটা অকৃতজ্ঞ?

কিন্তু প্রশ্ন জাগে ভাষার এ অবস্থার জন্য দায়ী কে? আপনাআপনি তো বাংলা ভাষার এই বেহাল দশা হয়নি। এ অবস্থার জন্য দায়ী আমরাই, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি ও আমাদের শিক্ষা ব্যাবস্থা।

বাংলা ভাষার এ অবস্থার জন্য নানান কিছু দায়ী হলেও মূলত দায়ী আমরা নিজেরাই। কারণ, আমরাই তো ভাষার ধারক ও বাহক। আমরা যদি ভাষাকে বিকৃতি না করি তাহলে অন্য কোন মাধ্যম নেই যা ভাষাকে বিকৃতি করতে পারে। সুতরাং সবার প্রথম বাংলা ভাষাকে রক্ষা করার জন্য আমাদের দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে।

বিজ্ঞাপন

এরপর দায়ী আমাদের সমাজ। বর্তমান সময়ে বাংলা ভাষায় কথা বলার সময় ইংরেজি বা হিন্দি টার্ম ব্যবহার না করলে তাকে সমাজের মানুষ অসামাজিক বলে সাব্যস্ত করে। ঐ ব্যাক্তিকে খ্যাত বা অসামাজিক উপাধিতে ভূষিত করা হয়। ফলে কি আর করার সামাজিক জীব হিসেবে অসামাজিকের গ্লানি হতে রক্ষা পেতে মাঝে মাঝে ইংরেজি বা হিন্দি টার্ম ব্যাবহার কারা-ই শ্রেয়। যা পরবর্তীতে বাংলা ভাষাকে বিকৃতি মুখে ঠেলে দেয়। এ অবস্থা থেকে আমাদের সবার বের হয়ে আসা উচিত।

বাংলা ভাষা বিকৃতির আর একটি অন্যতম কারণ বর্তমানে বাংলা ভাষায় চলমান কিছু সংস্কৃতির নামে অপসংস্কৃতি। এর মধ্যে অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা ইউটিউবে কিছু অপসংস্কৃতিমুলক কনটেন্ট। যে গুলো মানুষের উপকারে তো আসেই না বরং বাংলা ভাষার অপব্যবহারের কারণে বাংলা ভাষাকে বিকৃতি করতে ভুমিকা পালন করে। অতি শিগগিরই এইসকল অপসংস্কৃতিকে বন্ধ করার ব্যাবস্থা নিতে হবে।

ভাষা বিকৃতিতে সবথেকে বেশি ভুমিকা পালন করে শিক্ষা ব্যাবস্থা। যদিও আমাদের দেশে ভাষাকে বিকৃতি করে এরুপ শিক্ষা ব্যাবস্থা নেই কিন্তু তারপর কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। শিক্ষা ব্যবস্থায় যত বেশি সম্ভব বাংলা ভাষাকে ব্যবহার করতে হবে। অন্যথায় বাংলা ভাষাকে বিকৃতি করতে শিক্ষা ব্যবস্থায় সবথেকে বেশি দায়ী হবে।
পরিশেষে বলতে হয় পৃথিবীতে সবথেকে বড় সম্পদগুলোর মধ্যে অন্যতম ভাষা। কারণ ভাষা ছাড়া আপনি অন্যের কাছে আপনার অন্যন্য সব সম্পদের বর্ণনা দিবেনি বা কেমনে? কেমনে প্রকাশ করবেন আপনার আবেগ অনুভূতিকে। আর যেহেতু আমাদের ভাষা বাংলা। সুতরাং বলা যায় বাংলা ভাষা আমাদের বড় সম্পদ আর এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এক সভ্য জাতি হিসেবে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে নিশ্চয়ই সচেতন থাকবো৷

 

মোহাম্মদ শাকিল আহমেদ 
রসায়ন বিভাগ
ঢাকা কলেজ, ঢাকা 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা আগামীকাল বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীনগরে উপজলা নির্বাচনে টাকা বিতরণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধর নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু কচুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অনুমোদন পেল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি নদীর ঢেউয়ে জীবন জড়াচ্ছে বাপ-দাদার পেশায়,শিক্ষা বিমুখ জেলে পল্লীর অধিকাংশ শিশু বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট