সুশিক্ষা ও সুনাগরিক গড়ে তুলতে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠাগুলো কাজ করে যাচ্ছে:প্রফেসর ড. মোছাদ্দেক

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সাবেক ডীন ও ব্যবসায় প্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, প্রফেসর ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা সমাজের সম্পদ, তাদের মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সুশিক্ষা ও সুনাগরিক গড়ে তুলতে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠাগুলো কাজ করে যাচ্ছে।

একজন শিক্ষার্থী দেশে-বিদেশে শিক্ষার আলো ছড়িয়ে সমাজ বির্নিমানে অবদান রাখতে সক্ষম।আমাদের উচিত তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করা। তিনি গতকাল শনিবার গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণভাগ সাজিদ আলী এন্ড ইশাদ আলী উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্ব, পরিচালনা কমিটির সদস্য ইব্রাহিম আলী, শিক্ষক অমলকান্তি দাস ও প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল ওদুদ এর যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব, হযরত শাহপরাণ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ঋষিকেশ ধর,লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলকুর রহমান,বিশিষ্ট সমাজসেবী ওজি মোহাম্মদ কাওসার। বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এডভোকেটআব্দুল মুনিম এনাম, পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালিক পাখি,জিল্লুর রহমান, ইউপি সদস্য আব্দুল মালিক, বিদ্যালয়ের শিক্ষক শাহানুর আহমদ, প্রাক্তন শিক্ষার্থী অলিউর রহমান বর্তমান শিক্ষার্থী সাবিনা আক্তার।

বিজ্ঞাপন

এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন বাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজের প্রিন্সিপাল সুনীল চন্দ্র দাস,রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রিন্সিপাল বিজিত চক্রবর্তী, লক্ষণাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এনামুল হক, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ,গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলের প্রিন্সিপাল জামিল আহমদ।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এ কে এম মতিউল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানপ প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির সাফি চৌধুরী এলিম। বক্তব্য রাখেন লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফলকুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সুরুজ্জামান মিয়া,প্রাক্তন শিক্ষার্থী এলমিন সুলতানা ।

এছাড়া অনুষ্ঠানের প্রথম পর্বে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মৃতিচারণমূলক আলোচনাসভায় অংশগ্রহণ করেন শিক্ষিকা বেদানা বেগম, রুবেল আহমদ মাস্টার, সাংবাদিক আবুল কাশেম রুমন, কাউসার আলম, মোজাম্মেল হক সুজা, ইমরান আহমদ, সাইফুল ইসলাম, শফিউল ইসলাম বাপ্পি, তান্নি বেগম, রুদ্র পাল প্রমুখ।

বিজ্ঞাপন

 

এ উপলক্ষে ৩০ বছরের মুকুর নামে এসএসসি২০০০ ব্যাচের সৌজন্যে একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা আগামীকাল বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীনগরে উপজলা নির্বাচনে টাকা বিতরণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধর নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু কচুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অনুমোদন পেল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি নদীর ঢেউয়ে জীবন জড়াচ্ছে বাপ-দাদার পেশায়,শিক্ষা বিমুখ জেলে পল্লীর অধিকাংশ শিশু