শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক সংকট নিয়ে চলছে সাস্থ্যসেবা

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসকের মোট পদ ৫২৬টি। যার বিপরীতে মাত্র ২৯৮ জন চিকিৎসক রয়েছেন। শূন্য রয়েছে রয়েছে ২২৮টি পদ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, প্রতি বছর এই কলেজ থেকেই ২৫২ জন এমবিবিএস শেষ করেন। এছাড়া পোস্ট-গ্র্যাজুয়েশন কোর্সে ১০০ জন, নার্সিং ডিপ্লোমা ৮০ জন এবং ডিপ্লোমা-ইন মিডওয়াইফারিতে ২৫ জন পড়ালেখা করেন। অথচ প্রতিষ্ঠার ৫৫ বছর পরও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটিতে চিকিৎসক সংকটের সমাধান হয়নি।

শুধু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নয়, বরিশাল বিভাগের ১২৫টি হাসপাতালের একই চিত্র। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, বিভাগের মোট ১২৫টি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার ২৮১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র ৬৮৮ জন। পদ খালি ৫৯৩টি। এদিকে বরিশাল জেলায় ৭৮০ জন চিকিৎসকের অনুকূলে রয়েছেন ৪৬৫ জন। শূন্য পদের সংখ্যা ৩১৫। পটুয়াখালীতে ২৫৯ জনের অনুকূলে আছেন মাত্র ১১৮ জন চিকিৎসক। শূন্য পদের সংখ্যা ১৪১। ভোলায় ২৪৭ চিকিৎসকের মধ্যে আছেন ১২৯ জন। শূন্য পদের সংখ্যা ১১৮।

বিজ্ঞাপন

পিরোজপুরে ১৯২টি চিকিৎসকের মধ্যে শূন্য পদের সংখ্যা ৭৭। দায়িত্ব পালন করছেন মাত্র ১১৫ জন চিকিৎসক। বরগুনা জেলায় ১৮৬ চিকিৎসকের অনুকূলে কাজ করেন ৮৫ জন। শূন্য পদের সংখ্যা ১০১টি। ঝালকাঠি জেলায় ১৪৩ জনের মধ্যে কাজ করেছেন মাত্র ৭৪ জন চিকিৎসক।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেবাপ্রত্যাশী রফিকুল ইসলাম বলেন, এই হাসপাতালে কিডনি রোগীদের জন্য কোনো চিকিৎসক নেই। এই রোগে আক্রান্তদের মেডিসিন বিভাগে ভর্তি করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। অথচ অনেকের ঢাকায় যাওয়ার সামর্থ্য নেই।
আরেক রোগী কহিনূর বেগম বলেন, অগ্নিদগ্ধদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই এই হাসপাতালে। অগ্নিদগ্ধদের প্রাথমিক চিকিৎসা পেতে হলেও ঢাকায় যেতে হচ্ছে।

সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলার সভাপতি কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসক এবং নার্সের সংকট সীমাহীন ভোগান্তিতে ফেলছে সেবাপ্রত্যাশীদের। আমি মনে করি সুচিকিৎসার সবচেয়ে বড় বাধা চিকিৎসক সংকট। সংকটকে কাজে লাগিয়ে বরিশালে চিকিৎসার এক ধরনের বাজার তৈরি হয়েছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে। সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও নার্সের সংকট দ্রুত সমাধান করা প্রয়োজন।

বিজ্ঞাপন

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, লোকবল সংকট সমাধানে আমরা চেষ্টা করছি। বিষয়টি ঊর্ধ্বতনরাও জানেন। তারপরও যারা রয়েছেন তারা সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন।

বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ূন শাহীন খান বলেন, চিকিৎসক সংকটের কথা মন্ত্রণালয় অবহিত রয়েছে। বিভাগের সব স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল অফিসার রয়েছে। তবে শূন্য রয়েছে কনসালট্যান্ট পদগুলো। এগুলো পূরণ হলে উপজেলায় উন্নত চিকিৎসা পাবে রোগীরা। তখন জেলার ওপর অতিরিক্ত চাপ কমবে। শূন্য পদগুলো পূরণে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক