শিক্ষকতা পেশা আকর্ষণীয় হোক

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আমাদের সমাজ ব্যবস্থায় যতো ধরনের পেশা আছে সেগুলোর মধ্যে তুলনামূলক সম্মানজনক পেশা হলো শিক্ষকতা। শিক্ষক মানুষ গড়ার কারিগর, জা‌তির আলোকব‌র্তিকা। তাঁরা শিক্ষার আলো জ্বালিয়ে গোটা জাতিকে আলোকিত করেন।

একজন আদর্শবান শিক্ষক সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখেন। একজন আদর্শ শিক্ষকই পারেন একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার রূপরেখা ও কাঠামো তৈরি করতে। এ জন্যই শিক্ষকতাকে অপরাপর পেশার মানদণ্ডে পরিমাপ করা যায় না বলে অনাদিকাল থেকে এটি একটি সুমহান পেশা হিসেবে সমাদৃত হয়ে আসছে।

জাতিসংঘের শিক্ষা বিষয়ক সংস্থা ইউনেস্কো কর্তৃক ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে এই দিবসটি পালিত হলেও আন্তর্জাতিক ভাবে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে একযোগে পালন করা হয়। এই দিবসটিতে মূলতঃ শিক্ষকদের মান-মর্যাদা, সম্মান ও অধিকারের উপর গুরুত্ব প্রদান করা হয়।

বিজ্ঞাপন

একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষক শিক্ষার্থীদের কাছে বাবা-মায়ের মতো। বাবা-মা যেমন পরম ভালোবাসা, স্নেহ-মমতা দিয়ে সন্তানদের বড় করেন, ঠিক তেমনি শিক্ষকেরা শিক্ষার আলো দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যান।

তবে চরম সত্য হলো -শিক্ষকতা পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মেধাবী শিক্ষার্থীরা। সঠিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তার অভাবে তারা এ পেশায় আসছেন না। অন্য সব চাকরির মতো শিক্ষকতা পেশা লোভনীয় ও আকর্ষণীয় না হওয়ার কারণে মেধারীরা সুযোগ পেলেই অন্য পেশায় চলে যাচ্ছেন। দুঃখের বিষয় হলো- জাতীয় শিক্ষানীতি ২০১০ -এ শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর কথা বলা হলেও তা এখনো আলোর মুখ দেখেনি।

দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষকদের আয় না বাড়ায় তারা হিমশিম খাচ্ছেন। অনেকেই ছুটছেন বিকল্প আয়ের পেছনে। পরিবারের ব্যয় মেটাতে শিক্ষকদের কেউ কেউ শ্রেণিকক্ষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, মাছ চাষ, গরু পালন, পল্লী চিকিৎসা, সাংবাদিকতাসহ বিভিন্ন ধরণের আর্থিক কাজে সম্পৃক্ত হচ্ছেন। এসব কাজে ব্যয় হচ্ছে শিক্ষকদের মূল্যবান সময় ও শ্রম। এর প্রভাব পড়ছে শ্রেণীকক্ষে। পাশাপাশি তারা শিক্ষার মান উন্নয়নে বা নতুন জ্ঞান সৃষ্টিতে পুরোপুরি অবদান রাখতে পারছেন না।

বিজ্ঞাপন

শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার মূল কারিগর। শিক্ষকদের শুধু সম্মান দিলেই হবে না। তাদের আর্থিক বিষয়টিও মাথায় রাখতে হবে। শিক্ষকদের পদমর্যাদা, বেতনগ্রেড ও পদোন্নতির ব্যাপারেও ভাবতে হবে। তারা যেনো সমাজে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করতে হবে।

মো. আশরাফুল ইসলাম
শিক্ষক ও কলাম লেখক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত