মতলব উত্তরে পূর্ব শত্রতার জের ধরে হামলা, আহত ৪

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চাঁদপুরের মতলব উত্তর প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। রবিবার ৩০ এপ্রিল সকালে উপজেলার এখলাছপুর ইউনিয়নের এখলাছপুর কালীতলা কামাল ঢালীর বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে ।

আহতরা হলেন, এখলাছপুর গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে -কামাল হোসেন হাওলাদার (৫৫), স্ত্রী মানছুরা বেগম (৫০), তার ছেলে মো. মাহফুজ হাওলাদার (২৮) ও আব্দুর রব প্রধানের ছেলে ওসমান গনি (৩৫)।

এ ঘটনায় মো. মাহফুজ হাওলাদার বাদী হয়ে মতলব থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিবাদীরা হলো-একই গ্রামের মৃত বশির উদ্দিন মল্লিকের ছেলে গোলাম হোসেন মল্লিক (৬০), তার ছেলে মোঃ রাসেল মল্লিক (৩৫), সোহেল মল্লিক (৩২), মোঃ রুবেল (২৮), মোঃ রাজন মল্লিক (২২)।

বিজ্ঞাপন

ঘটনা সূত্রে জানা যায়, ঘটনার দিন পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীরাসহ আরো অজ্ঞাত নামা ৫/৬ জন সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোটা, লোহার সাবল, দাড়ালো লোহার ছেনা ও দেশিয় নিয়ে বাদী পক্ষের লোকজনদের উপর হাৃলা করে। ১নং বিবাদী রাসেল তার হাতে থাকা লোহার দাড়ালো ছেনা দিয়ে হত্যার উদ্দেশ্য বাদী মো. মাহফুজ হাওলাদারের মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। এতে তার মাথা ফেটে যায়। তারপর ২নং, ৩নং এবং ৪নং বিবাদীরা তাদের হাতে থাকা লোহার রডদ্বারা আমাকেসহ আমার মা-বাবা ও আরেকজন আত্বীয়কে এলোপাথারী মেরে পিঠে, কোমড়ে সহ শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে।

এবিষয়ে বাদী মো. মাহফুজ হাওলাদার বলেন, ৩নং বিবাদী আমার সাথে থাকা নগদ ৫১ হাজার,৫শ’ টাকা জোরপূর্বক নিয়ে যায়। সংবাদ পাইয়া ঘটনাস্থলে আমার বাবা, মা ও আমার ফুফাত ভাই এগিয় গেলে, ৩,৪ নং বিবাদীরাও এলোপাথারী ভাবে মারধর করে। পরে আমাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে তারা আমাদেরকে সময় সুযোগমত খুন করে লাশ গুম করবে বলে প্রকাশ্য হুমকি দিয়ে চলে যায়।

এ বিসয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা