মতলব উত্তরে এইচএসসিতে পাশের হার ৯৫.৩১ শতাংশ ও আলিমে ৭৫ শতাংশ

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মতলব উত্তর উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় বিগত পরীক্ষার ফলাফলকে পিছনে ফেলে এবার সেরা সাফল্যে অর্জন করেছে। এইচএসসিতে পাশের হারে দেখিয়েছে চমক। আলিম পরীক্ষার ফলাফল আগের তুলনায় ভালো হয়নি।

এবার পরীক্ষায় এইচএসসিতে পরীক্ষা দিয়েছে ১হাজার ২শত ৮১ জন, পাশ করেছে ১ হাজার ২শত ২১ জন, পাশের হার ৯৫.৩১%, জিপিএ-৫ পেয়েছে ১০১ জন। আলিম পরীক্ষা দিয়েছে ১৫৯ জন, পাশ করেছে ১১৯ জন ও পাশের হার ৭৫% জন। জিপিএ-৫ পেয়েছে ০৪ জন
এবার এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে ছেংগারচর সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজে মোট ৩৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩৫৮জন ও পাশের হার ১০০%, জিপিএ-৫ পেয়েছে ৪০ জন। নাউরী কলেজ থেকে মোট ১৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৮৩ জন ও পাশের হার ৯৭.৩৪%, জিপিএ-৫ পেয়েছে ১২ জন ।

সুজাতপুর কলেজ থেকে মোট ৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৭৯ জন, পাশের হার ৯৭.৭৫% ও জিপিএ-৫ পেয়েছে ০৬ জন, শরীফ উল্যাহ হাই স্কুল এন্ড কলেজ মোট ৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩৩ জন ও পাশের হার ৯৭.০৮%, জিপিএ-৫ পেয়েছে০২ জন । আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় থেকে মোট ১০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৯৮জন ও পাশের হার ৯৭.৩৪%,জিপিএ-৫ পেয়েছে ০৬ জন । মুন্সী আজিম উদ্দিন ডিগ্রী কলেজ থেকে মোট ১০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৬৯জন ও পাশের হার ৬৯%। কালিপুর হাইস্কুল এন্ড কলেজ থেকে মোট ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৭৯ জন ও পাশের হার ৯১.৮৬%,জিপিএ-৫ পেয়েছে০৪ জন ।

বিজ্ঞাপন

নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজ থেকে মোট ১৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৮৬জন ও পাশের হার ৯২.৭৮%,জিপিএ-৫ পেয়েছে ২২ জন । লুধুয়া হাই স্কুল এন্ড কলেজ থেকে মোট ৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৭৩ জন ও পাশের হার ৯৬.০৫%,জিপিএ-৫ পেয়েছে০৬ জন ।জীবগাওঁ জে.হক হাই স্কুল এন্ড কলেজ থেকে মোট ০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ০৭জন ও পাশের হার ১০০%,জিপিএ-৫ পেয়েছে০২ জন । ধনাগোদা তালতলী হাই স্কুল এন্ড কলেজ থেকে মোট ৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩৫জন ও পাশের হার ৯৭.২২%,জিপিএ-৫ পেয়েছে০৫ জন। দি কার্টার একাডেমি থেকে মোট ২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২১জন ও পাশের হার ১০০%,জিপিএ-৫ পেয়েছে০১ জন ।

আলিম পরীক্ষায় ফরাজীকান্দি আল ওয়াসিয়ে কামিল মাদ্রাসা থেকে মোট ২১ জন অংশগ্রহণ করে পাশ করেছে ১৬জন ও পাশের হার ৭৬%। নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসা থেকে মোট ৩০ জন অংশগ্রহণ করে পাশ করেছে ২৩ জন ও পাশের হার ৭৬%,জিপিএ-৫ পেয়েছে০২ জন ।হাশিমপুর আলীম মাদ্রাসা থেকে মোট ১৮ জন অংশগ্রহণ করে পাশ করেছে ০৯ জন ও পাশের হার ৫০%।

বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট ৩০ জন অংশগ্রহণ করে পাশ করেছে ২৮ জন ও পাশের হার ৯৩%,জিপিএ-৫ পেয়েছে০১ জন ।সাড়ে পাঁচআনী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট ৪১ জন অংশগ্রহণ করে পাশ করেছে ৩১জন ও পাশের হার ৭৫%,জিপিএ-৫ পেয়েছে০১ জন ।লবাইরকান্দি আলআমিন আলীম মাদ্রাসা থেকে মোট ১৯ জন অংশগ্রহণ করে পাশ করেছে ১২ জন ও পাশের হার ৬৩%।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা আগামীকাল বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীনগরে উপজলা নির্বাচনে টাকা বিতরণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধর নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে