বাগেরহাটে স্বর্ণ ব্যবসায়ির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বাগেরহাটের ফকিরহাটে এক স্বর্ন ব্যবসায়ির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন হালিমা আক্তার নামে এক মহিলা।

ফকিরহাট সদর উপজেলার আট্টাকী গ্রামের সোহাগ মিনার স্ত্রী হালিমা আক্তার। তিনি ফকিরহাট বাজারের স্বর্ন ব্যবসায়ি ভবোতোষ কুমারের বিরুদ্ধে ১ শতক জমি দখলের অভিযোগ করেছেন। ভবোতোষ কুমার আট্টাকী গ্রামের মৃত যুগোল কিশোর ঘোষের ছেলে।

হালিমা আক্তার বলেন, ফকিরহাট উপজেলার আট্টাকী মৌজায় আমার দখলকৃত ১ শতক জমিতে জোর পূর্বক ইট দিয়ে সিমানা প্রাচীন দিয়েছেন স্বর্ন ব্যবসায়ি ভবোতোষ কুমার। আমার পাশের্^ই ভবোতোষ কুমার ২.৯০ শতক জমি রয়েছে। সে নিজের জমি ছাড়া বেআইনিভাবে আমার ১ শতক জমি এবং অতিরিক্তি আরো ২.১৬সহ মোট ৫.০৬ শতক জমি ঘেরাও করেছে। আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া থাকলেও সে তা কর্নপাত না করে সে বিভিন্ন উপায়ে আমার জমি দখলের পায়তারা করে যাচ্ছে। আমি তার সঠিক বিচার চাই।

বিজ্ঞাপন

প্রতিবেশী উন্নতী রানী সাহা বলেন, এক সময় জায়গাটি হালিকা বেগমের দখলের ছিল। ভবোতোষ কুমার জোরপূর্বক এই জায়গাটি দখলে নিয়েছেন। এটা সত্যিই দুঃখ জনক।

হালিমা আক্তারের ভগ্নিপতি সাগর আহম্মেদ কামাল বলেন, আমার ছোল শালীর সম্পত্তিতে জোর পূর্বক ফকিরহাট বাজারের স্বর্ন ব্যবসায়ি ভবোতোষ কুমার জোর পূর্বক ঘেরাউ করেছে। ফকিরহাট থানাকে বিষয়টি জানালে পুলিশ কাজ বন্ধ করে দেয়। এত সে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন লোকজনকে দিয়ে হুমকী ধামকী প্রদান করে। আদালতের নিষেধাজ্ঞা দেওয়া থাকলেও ভবোতোষ কুমার নতুন করে ইট এনে আবারো জায়গাটি দখলের চেষ্টা করছে। কামাল আরো বলেন, এই ভবোতোষ সাধারন দরিদ্র মানুষের কাছ থেকে স্বর্নের বিনিময়ে চড়া সুদে ঋন দেন। তার বিরুদ্ধে এলাকায় অনেক মানুষের স্বর্ন আত্মসাতেরও একাধিক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ভবোতোষ কুমার বলেন, আমি ২.৯০ শতক জমির মালিক। বাকি ২.১৬ শতক জমির রেষ্ট্রিমূলে মালিক। আমি কারো সম্পত্তি দখল করিনি আমার মোট ৫.০৬ শতক জায়গায় ইট দিয়ে সিমানা দিয়েছি।

বিজ্ঞাপন

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
নদীর ঢেউয়ে জীবন জড়াচ্ছে বাপ-দাদার পেশায়,শিক্ষা বিমুখ জেলে পল্লীর অধিকাংশ শিশু বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট আনসারে স্বেচ্ছাচারিতা অনিয়ম-দুর্নীতি ও কোটি টাকার চাঁদাবাজি ! বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু তানোরে জলাশয় ভরাট, প্রশাসন নিরব ! মহাসড়ক বন্ধ করে জনসভা, চেয়ারম্যান প্রার্থীকে শোকজ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিস্কার রাজশাহীতে দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড সাত কলেজের বিজ্ঞান ইউনিটের আসনবিন্যাস প্রকাশ কুমিল্লার শ্রেষ্ঠ ওসি হলেন কোতোয়ালির ওসি ফিরোজ ইসরায়েলি লবির সঙ্গে যুক্ত হয়ে ষড়যন্ত্র করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী মাটিরাঙ্গায় অবমুক্ত হলো লজ্জাবতী বানর কাউখালীতে নিখোঁজ ভারসাম্যহীন গৃহবধূর সন্ধান এখনো পাওয়া যায়নি নিয়ামতপুরে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ সাত কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ কাঙ্খিত মাছ নেই নদীতে- অভাবে দিন কাটছে জেলে পরিবারের বাকৃবিতে দুই দিন শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি: বন্ধ থাকবে ক্লাস শেরপুরে পৌনে এক কোটি টাকার ভারতীয় চিনি আটক তানোরে ইউনি ব্লকের রাস্তা নির্মাণে অনিয়ম মৃত্যুর হুমকি ছিল, কিন্তু সাহস রেখেছি: ক্যাপ্টেন আব্দুর রশিদ