নিয়ামতপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নওগাঁর নিয়ামতপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে গত রবিবার(১৭ জুলাই) ভুক্তভোগী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাজিনগর ইউনিয়নের শেখপুর ও নরসিংহপুর মৌজার প্রস্তাবিত খতিয়ান নং- ৫৮, ৫৬/ ১৬, ২৭,৮/ ২৯,৯ এর দাগ নং- ৪৭, ১১৪, ও ১৭৪, ২১৩, ১৭৩, পরিমান-৪.২৩ এবং ১.৮১ মোট ৬.০৫ একর সম্পত্তি পৈত্রিকসূত্রে ঢাকার মতিঝিলের শান্তিনগরের মৃত- আব্দুস সালামের ছেলে তাহেরুল ইসলাম, মফিজুল ইসলাম, নাসিমুল ইসলাম, মেয়ে তাহেরা ও পাপড়িয়ার নিকট হতে ১৬/০৭/২০০৮ইং তারিখের দলিল নং-৪৬০৬ এবং ২০/০৭/২০০৮ তারিখের ৪৬৩৩-৪৬১০ নং দলিল মূলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাতকানিয়া গ্রামের মৃত- আবুল হোসেনের ছেলে জালাল উদ্দিন, একই গ্রামের মৃত- ইউনুস আলীর ছেলে দুরুল হুদা, একই উপজেলা কোটনা গ্রামের মৃত- ইনতাজ আলীর ছেলে এনামুল হক ৬.০৫ একর সম্পত্তি ক্রয় করে বিক্রেতার নিকট বুঝিয়ে নিয়ে আজ অবধি ভোগদখল করে আসছে। হঠাৎ গত ১৭ জুলাই রবিবার বেলা ১১টায় প্রতিপক্ষের ভাড়াটিয়া ভূমিদর্স্যু উপজেলার হাজিনগর ইউনিয়নের উপরকুড়া শালবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে সাকিম, রুহুল, হুমায়ন, মোখলেছুর, একই গ্রামের ইদুর ছেলে মাহিদুর ও নাইমুল, রুহুলের ছেলে তসিকুল, হুমায়নের ছেলে সামাদ, নিয়ামতপুর সদর ইউনিয়নের নেহেন্দা বালুকাপাড়ার আশরাফুল ইসলামের ছেলে নাসিম, মাকলাহাট গ্রামের দোস্ততুল্লার ছেলে দবির, শিশ মোহাম্মাদের ছেলে জাহাঙ্গীর মেম্বর, কোচপাড়া গ্রামের আশর্ফাুল ইসলামের ছেলে পিন্টু, আমজাদের ছেলে সাদেক, মাকলাহাট গ্রামের সেকেন্দার আলীর ছেলে ডাপ্পু, ফতেপুর গ্রামের হাফেজের ছেলে মোহাম্মাদ আলী, বিজলী গ্রামের ওসমানের ছেলে লোকমান হোসেন, দোস্তপুরের আশরাফুল ইসলামের ছেলে জামাল পাওয়ার টিলার নিয়ে গিয়ে জমি চাষ করে দখলের চেষ্টা করে।

সংবাদ পেয়ে জমির মালিক জালাল উদ্দিন ও তাদের অন্যান্য মালিকগণ ঘটনাস্থলে পৌছলে ভূমিদর্স্যুরা বিভিন্ন রকমের হুমকি ধুমকি প্রদান করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

জমির মালিক জালাল উদ্দিন জানান, ১৯২০, ১৯৬২ এবং ১৯৭২ সালের রেকর্ড মূলে উল্লেখিত জমির মালিক আব্দুস সালাম। আব্দুস সালাম মারা যাওয়ার পর তাদের ৩ ছেলে ও ২ মেয়ে মালিক। তাদের কাছ থেকে আমিসহ অন্যান্যরা জমি ২০০৮ সালে ক্রয় করে এখন পর্যন্ত ভোগ দখল করে আসছি। হঠাৎ কোথা থেকে উটকো দলিল দেখিয়ে ভাড়াটিয়া ভূমিদর্স্যু লাগিয়ে জমি দখলের চেষ্টা করে।

বর্গাচাষী উপরকুড়া শালবাড়ী গ্রামের খোকন রানা, মুজিবুর রহমান বলেন, আমাদের জমির মালিক জালাল উদ্দিন। আমরা ২০০৮ সাল থেকে বর্গা চাষী হিসাবে জমিটি চাষ করে আসছি। হঠাৎ কোন কিছু না জানিয়ে ১৭ জুলাই রবিবার বেলা ১১টায় কিছু ভাড়াটিয়া লোক এসে জমি দখলের চেস্টা করে।

জমির মালিকানা দাবী করা বাদশার সাথে মুঠোফোনে যাগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায় নাই। এ ব্যাপারে কথা হলে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক তীব্র গরমে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন খালে ভাসছে বাঘের দেহ!