টেকনাফে হোয়াইক্যংয়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট।

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী হোয়াইক্যং গরুর হাট বাজার ঘুড়ে দেখা যায় ক্রেতাদের চাহিদা মাঝারি সাইজের দেশীয় গরু । বাজার ঘুড়ে দেখা য়ায় অন্য বাজারের তুলনায় এই বাজারের গরু-ছাগলের দাম স্বাভাবিক দেখা গেছে। তবে বিক্রেতা ও ক্রেতারা উভয়েই বলেছেন, আগামী হাট থেকে উপজেলার বিভিন্ন বাজারে ঈদের আগের দিন পর্যন্ত হাটগুলোতে কেনা-বেচা বেশি হবে। তাদের প্রত্যাশা ওই হাটে বেচাকেনা আরও ভালো হবে।

পবিত্র ঈদুল আযাহা কে কেন্দ্র করে জমে উঠেছে হোয়াইক্যং বাজার গরু, মহিষ ও ছাগলের হাট।

প্রতিবারের ন্যায় বছর ঘুরে ঘনিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা । ঈদকে ঘিরে টেকনাফ উপজেলার বিভিন্ন হাটে-বাজারে প্রচুর গরু ও ছাগল নিয়ে হাটে ভিড় করছে বিক্রেতারা।

বিজ্ঞাপন

সোমবার (০৪জুলাই) হোয়াইক্যং পশুর হাটে ঘুরে দেখা যায়, ঈদের আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও তেমন বিক্রি বাড়েনি উপজেলার বিভিন্ন হাটগুলোতে।

হাটের নিজস্ব জায়গা না থাকায়, কয়েকটি ইউনিয়নে কুরবানীর পশুর হাট বাজারের নিকটতম খেলার মাঠে ও খুলা জায়গায় করা হয়েছে, হাটে গরু, মহিষ,ছাগল সব দেশি জাতের।

হোয়াইক্যং হাটে গরু বিক্রয় করতে আসা মোঃ মাহবু সাওদাগর বলেন,,আমি ১২ টা গরু নিয়ে শাপলাপুর থেকে হোয়াইক্যং বাজারে এসেছি,সকাল থেকে বিকাল ৫ পর্যন্ত ৫ টা গরু বিক্রি করি,,ক্রেতারা গরু দেখে দেখে চলে যায়,,যা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ।

বিজ্ঞাপন

হোয়াইক্যং হাটে গরু বিক্রয় করতে আসা মোঃ ছৈয়দ এর সাথে কথা বলে জানা যায় , তিনি ৩৫ টি গরু নিয়ে বাজারে আসেন, ক্রেতারা গরু কিনতে এসে অনেক দামাদামি করে, তার মধ্যে আমাদের চাহিদা মত আমরা গরু বিক্রি করতে পারছি না,সকাল থেকে বিকাল পর্যন্ত মাত্র ৬ টি গরু বিক্রি করি।

হাটের আরও বেশকিছু ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ আরো কয়েক দিন বাকি আছে, তাই কুরবানির পশুর হাটে পর্যাপ্ত গরু-ছাগল উঠলেও বেচা-কেনা তেমন চোখে পড়ার মত নয়।

হাট ঘুরে আরও জানা যায়, গরু পালন করতে ইদানীং খরচের পরিমাণ অনেক বাড়তি হয়েছে, তাই কম দামে গরু বিক্রি করলে পালনকারীর মুনাফা আসবেনা। কুরবানির পশুর হাটে গরু-ছাগলের দামে অধিকাংশ ক্রেতারা সন্তুষ্ট।

এইদিকে টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে হোয়াইক্যং বাজারে কোরবানী পশু জবাই ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনা করা হয় এবং কোরবানীর জন্য রোগা গরু বিক্রি করছে কিনা তা তদারিক করা হয়।

হোয়াইক্যং হাটের ইজারাদার মোঃ হারুন উর রশীদ বলেন,হোয়াইক্যং কুরবানির পশুর হাটের বাজার উন্নত মানের করা হয়েছে,এই বছর বাহির থেকে কোন গরু মহিষ আসে নাই, সব দেশি গরু মহিষ ও ছাগল।

কুরবানির হাট বাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী ও রয়েছে, হাট বাজারে সমাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। সার্বক্ষনিক হাট বাজার মনিটরিং করা হচ্ছে।

আগামী হাটগুলো থেকে আশা করছি পর্যাপ্ত গরু বিক্রি হবে। এখনো ঈদের কয়েকদিন বাকি আছে। বিক্রির মূল্য সময় এখনো আসেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন