গৌরীপুরে বাজারের ড্রেন পরিস্কার করেন শিক্ষক ও ব্যবসায়ী

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা বাজারের ড্রেন ব্যক্তি উদ্দ্যোগে পরিস্কার করার উদ্দ্যোগ নেন ভূটিয়ারকোনা বাজারের ব্যবসায়ী ও শিক্ষক।

সোমবার ২৮ শে মে সরেজমিনে গিয়ে জানা গেছে এ উপজেলা সবচেয়ে বেশী সরকারী ইজারা প্রাপ্ত বাজার এটি।
মাওহা ইউনিয়ন ভূমি অফিস সুত্রে জানা গেছে ভূটিয়ারকোনা বাজারের নিজস্ব জায়গা রয়েছে ১ একর ২০ শতাংশ। বাজারের অনেক জায়গা প্রভাবশালীরা দখল করে দোকান নির্মাণ ও ঘর নির্মাণ করে রেখেছেন।
গত বছর ২০২২ সালে ২৭ জুন ত্ব বাজারের (সাবেক) ইজারাদার শরিফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন নতুন ডাক দেওয়া হলেও কোন উচ্ছেদ অভিযান পরিচালনা করেনি উপজেলা প্রশাসন।

গো হাটার ইজারাদার আব্দুল হান্নান রেনু জানান সপ্তাহে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের বাজারে গরু কিনতে আসে ক্রেতা বিক্রেতারা, গরুর আসিল কম থাকায় বিশাল গরু ছাগল আসে আমাদের বাজারে প্রায় হাজার হাজার লোকের সমাগম হয়। জায়গা কম কম থাকায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটে। কিন্তু বাজারের টয়লেট নষ্ট হাট অফিস পরিত্যক্ত, পানির নেই কোন ব্যবস্থা, বাজারের ড্রেন ও স্লাব ভেঙ্গে গেছে গরুর গাড়ি পারাপার করতে অনেক সমস্যা, সরকারকে এবছর ডাকে গো হাটা বাজারের ডাক এ উপজেলার সর্বোচ্চ ১ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা। ১৫% ভ্যাট ১০% আয়কর ৫% জামানত সহ সর্বমোট ১ কোটি ৫১লাখ টাকা।

বিজ্ঞাপন

ত্ব বাজারের ইজারাদার হারুন অর রশিদ জানান ভ্যাট, আয়করসহ সর্বমোট ২৪ লাখ টাকা। গো হাট্রা ও ত্ব বাজার সহ মোট ১ কোটি ৭৫ লক্ষ টাকা সরকারকে রাজস্ব দেওয়া হয়।

বাজার কমিটির সভাপতি বাবলু মিয়া দেশ রুপান্তর এর প্রতিনিধিকে জানান গতকাল ইউপি চেয়ারম্যানকে দেখাইছি,শিক্ষক ব্যবসায়ীরা মিলে বাজারের ড্রেন পরিকাস্কার হচ্ছে তিনি কোন উত্তর দেননি। বাজারের স্লাব ও ড্রেন ভেঙ্গে গেছে কেউ কোন ধরনের ব্যবস্থাই নেয়নি। আমি বাজার কমিটির সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড বরাবর লিখিত অভিযোগ করা হলেও এখন কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি বাজারের সকল ঘর ঝুঁকি পূর্ণ ও বড় বড় রেন্ট্রি গাছের ডাল শুকিয়ে ঝড়ে ভেঙ্গে পড়ে অনেক দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে গাছ গুলি না কাঠলে আরও বড় ধরনের ক্ষতি হতে পারে।

ব্যক্তি উদ্দ্যোগে বাজার ড্রেন পরিস্কার করার উদ্যোগ নেয় চল্লিশা কড়েহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভূটিয়ারকোনা গ্রামের বাসিন্দা ( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, এসময় উপস্থিত ছিলেন ভূটিয়ারকোনা বাজারের ব্যবসায়ী জোনাঈদ হোসেন ফজলুল হক , চা বিক্রেতা আব্দুল হাই, কাঠমিস্ত্রী রোবেল সহ আরও অনেকেই।

বিজ্ঞাপন

শিক্ষক আনোয়ার হোসেন জানান ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় আমাদের ঘরে পানি উঠে তাই আমরা নিজেরা কয়েকজন মিলে ড্রেন পরিস্কার করছি, বাজারের যে অবস্থা আপনিই দেখেন প্রতি বছরই আমরা বাজারের ড্রেন পরিস্কার করি কি করব কেউতো করেনা।

এবিষয়ে মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ফারুক দেশ রুপান্তর এর প্রতিনিধিকে জানান কেউ যদি আমাকে না জানিয়ে কাজ করে আমার কিছু করার নেই, নতুন করে দুইটি টিওবয়েল স্থাপন ও আজকে মিস্ত্রী ঠিক করেছি যে যে সমস্যা আছে আগামীকাল থেকে কাজ শুরু করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন