গাজীপুরে বসতবাড়িতে আগুন, ১২ কক্ষ পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গাজীপুরের শ্রীপুরে পৃথক অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর ও গৃহপালিত গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার মাওনা উত্তর পাড়া এলাকায় ও কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১কোটি টাকার ক্ষ‌য়ক্ষ‌তি হ‌য়ে‌ছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

জানা গেছে,সোমবার দিবাগত রাত ২টার দিকে মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামে ফজলুল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় পৌনে ১ঘন্টার চেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে সেমি পাকা ৯টি ঘর,ঘরের ভিতরে থাকা নগর টাকা, ঘরে থাকা খাট, টেলিভিশন ফ্রিজসহ অন্যান্য আসবাব পুড়ে যায়। এতে আনুমানিক ৯০ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।

অপরদিকে সোমবার রাত ১০টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট সোনাব গ্রামের কৃষক মোস্তাফার বাড়িতে আগুনের সূত্রাপাত হয়। এতে আসবাবপত্রসহ কৃষকের তিনটি ঘর পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে মারা গেছে বাড়ির পাশে গোয়ালঘরে থাকা গরু, ছাগল ও হাঁসমুরগি।

বিজ্ঞাপন

কৃষক মোস্তফা কামাল বলেন, ‘সন্ধ্যায় গরু-ছাগল ও হাঁসমুরগি গোয়ালঘরে রেখে বাড়ির পাশে দোকানে চলে যাই। এ সময় পাশের ঘরে আমার স্ত্রী ঘুমাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখেন ঘরে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন এসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ততক্ষণে আমার তিনটি গরু, তিনটি ছাগল ও হাঁসমুরগি পুড়ে মারা যায়। আসবাবপত্রসহ আমার বাড়ির তিনটি কক্ষ পুড়ে গেছে। ঘরে কীভাবে আগুন লাগল বলতে পারছি না।

মোস্তফা কামাল আরও বলেন, সম্প্রতি গরু চুরি বেড়ে গেছে। যে কারণে গোয়ালঘর তালাবদ্ধ করে দোকানে গিয়েছিলেন। প্রতিবেশী আক্তার হোসেন বলেন, কৃষক মোস্তফা কামাল খুবই কষ্ট করে সংসার চালান। গবাদিপশু হাঁসমুরগি পালন করেন নিয়মিত। অন্যের জমি থেকে পশুখাদ্য সংগ্রহ করেন সারা দিন। তাঁর স্বপ্ন নিমেষেই পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলেও আগুন নেভানো সম্ভব হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই সব পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দুই কৃষকের প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বলেন, ‘বিষয়টি জেনেছি। সরেজমিন পরিদর্শনে যাব। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে সহযোগিতা করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
শ্রীনগরে উপজলা নির্বাচনে টাকা বিতরণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধর নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু কচুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অনুমোদন পেল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি নদীর ঢেউয়ে জীবন জড়াচ্ছে বাপ-দাদার পেশায়,শিক্ষা বিমুখ জেলে পল্লীর অধিকাংশ শিশু বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট আনসারে স্বেচ্ছাচারিতা অনিয়ম-দুর্নীতি ও কোটি টাকার চাঁদাবাজি ! বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু তানোরে জলাশয় ভরাট, প্রশাসন নিরব ! মহাসড়ক বন্ধ করে জনসভা, চেয়ারম্যান প্রার্থীকে শোকজ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিস্কার রাজশাহীতে দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যা, দুইজনের মৃত্যুদণ্ড সাত কলেজের বিজ্ঞান ইউনিটের আসনবিন্যাস প্রকাশ কুমিল্লার শ্রেষ্ঠ ওসি হলেন কোতোয়ালির ওসি ফিরোজ ইসরায়েলি লবির সঙ্গে যুক্ত হয়ে ষড়যন্ত্র করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী মাটিরাঙ্গায় অবমুক্ত হলো লজ্জাবতী বানর কাউখালীতে নিখোঁজ ভারসাম্যহীন গৃহবধূর সন্ধান এখনো পাওয়া যায়নি নিয়ামতপুরে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ