আমি রোগীর বন্ধু হতে চাই: ডা. আজিজুর রহমান

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আমি রোগীদের বন্ধু হতে চাই বলে মন্তব্য করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক পদে যোগদান করা ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এসময় তিনি বলেন, ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি জাতির পিতা শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হন। এই দিনেই আমি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে যোগ দিয়েছি ।

তিনি আরও বলেন, করোনাকালের এই তারিখেই আমি স্বাস্থ্য অধিদফতরে অধীনে লাইন ডিরেক্টর পদে দায়িত্ব গ্রহণ করেছিলাম। আবার বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্ব গ্রহণ করেছি। এই দিনটিও সেই ২৩ ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু সারাবিশ্বের জন্য আদর্শ। আর আমি তার আদর্শ অনুসরণ করে রোগীর বন্ধু হতে চাই। নিজের দিক থেকে শতভাগ সৎ ও নিষ্ঠাবান থাকার চেষ্টা করেছি। আজীবন সেটাই থাকবে ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

কুমিল্লার রত্নগর্ভা মা মরহুমা কাজী খাদিজা বেগম ও গর্বিত বাবা মো.আনোয়ারুল আজিম সিদ্দিকীর বড় সন্তান ডা. আজিজ। তারা ৪ ভাই ও ১ বোন। সবাই ডাক্তার। এক পরিবারে ৫ জন ডাক্তার হওয়ায় মা খাদিজা বেগম রত্নগর্ভা পদকে ভূষিত হন।

ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর বাড়ি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঘিলাতলী গ্রামে। তিনি ১৯৮০ সালে কুমিল্লা হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে মেধা তালিকায় ১৭তম স্থান অর্জন করে এসএসসি পাশ করেন। ১৯৮২ সালে কোটবাড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ থেকে ৫ বিষয়ে লেটার মার্কসহ এইচএসসি পাশ করেন। তিনি ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন এবং ১৯৯৫ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।

ডা. আজিজ প্রথমে কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন, মেহেরপুরের সিভিল সার্জন এবং প্রায় সাড়ে ৫ বছর বন্দর নগরী চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

তিনি স্বাস্থ্য অধিদফতরের লাইন ডাইরেক্টর, বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্বাস্থ্য অধিদফতরে কোভিড-১৯ ইআরপিপি প্রকল্প পরিচালক পদে দায়িত্ব পালন করেন। করোনার ক্রিটিকাল অবস্থায় দায়িত্ব পালনকালে তিনি করোনায় আক্রান্ত হন। এতে ডা. আজিজুর রহমান সিদ্দিকীর প্রায় ৭৫ ভাগ ফুসফুস আক্রান্ত হয়। স্বাস্থ্য বিভগের বিশেষ তত্ত্বাবধানে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা দেওয়া হয়।

তিনি কুমিল্লা ম্যাটসের প্রিন্সিপাল পদে কর্মরত ছিলেন। ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর ৩য় গ্রেডে পদোন্নতি পেয়ে নিয়মিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হন।

ডা. আজিজ কুমিল্লা বিএমএর সাধারণ সম্পাদক ও স্বাচিপ কেন্দ্রীয় কমিটির দেড় যুগ টানা কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। এছাড়া বহু সামাজিক সংগঠন এবং লেখালেখিসহ নানাবিধ মানবিক কাজের সঙ্গে জড়িত আছেন তিনি।

জানা যায়, ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী নীতি ও নৈতিকতার প্রশ্নে কখনও আপোষ করেনি। প্রায় সাড়ে ৫ বছর চট্টগ্রামের সিভিল সার্জনের দায়িত্ব পালনকালে অফিসের দেওয়া সরকারি গাড়ি দিয়ে নিজ জেলা কুমিল্লায় কখনও আসেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
কাউখালীতে বাড়ছে অপমৃত্যুর প্রবণতা তিন প্রার্থী আওয়ামী লীগের,ভোট দেওয়া নিয়ে ভীতিতে ভোটাররা নরসিংদী রাত পোহালেই নরসিংদীর দুই উপজেলায় ভোট কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নির্বাচন স্থগিত গোদাগাড়ী উপজেলা নির্বাচনে দ্বিমুখী লড়াই,এগিয়ে জাহাঙ্গীর রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে আইওএমকে প্রধানমন্ত্রীর আহ্বান পদত্যাগ করলো ন্যাশনাল ব্যাংকের পর্ষদ, নতুন পর্ষদ গঠন ঝড় ও বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার