আগুনে পোড়া নিঃস্ব পরিবারকে ঘর উপহার দিলেন সিরাজুল

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাইমদ্দিন প্রামানিক পাড়ায় আগুনে পোড়া নিশ্ব একটি পরিবারের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন গোয়ালন্দের এক বিশিষ্ট ব‍্যবসায়ী, গোয়ালন্দ পৌর ৩ নম্বর ওয়ার্ড নছর উদ্দিন সরদার পাড়ার বাসিন্দা মো. সিরাজুল হক। অসহায় পরিবারটির জন‍্য ঘর তৈরির উদ্যোগ নিয়েছেন তিনি।

সোমবার (১লা মার্চ) সকাল ১০ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কাইমদ্দিন প্রামানিক পাড়ায় আগুনে পোড়া নিশ্ব পরিবারের বাড়িতে ঘর তৈরির নির্মাণকাজ চলছে। চৌচালা ঘর নির্মাণের যাবতীয় সরঞ্জাম নিয়ে হাজির হয়েছেন মানবিক ব‍্যবসায়ী সিরাজুল হক। নিশ্ব পরিবারের ঘরের নির্মাণকাজ, নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করছেন তিনি। এমসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার প‍্যানেল মেয়র ও ৯ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ বাজারের ব‍্যবসায়ী মো. লাল মিয়া ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. ফারুক শেখ।

ভুক্তভোগী ফারুক শেখের পরিবারের উপস্থিতিতে ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ঘর নির্মাণ কাজের দাতা বিশিষ্ট ব‍্যবসায়ী মো. সিরাজুল হক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি।

বিজ্ঞাপন

ঘর পেয়ে মো. ফারুক শেখ বলেন, আমরা দিনমজুর মানুষ। দিন আনি দিনে খাই। হঠাৎ আগুনে বসত বাড়ি পুড়ে নিশ্ব হয়ে যাই আমরা। পড়নের কাপড় ছাড়া কিছু নাই আমাদের। সব পুড়ে ছাই হয়ে গেছে আগুনে। সর্বশেষ থাকার জায়গা হারিয়ে দিশেহারা হয়ে পড়ি। পরে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দিন রনি ভাই নিজে এসে তাৎক্ষণিকভাবে আমাদের এক মাসের খাদ‍্য সহায়তা করে এবং একটি ঘর পাওয়ার প্রতিশ্রুতি দেন। হঠাৎ একদিন কমিশনার ভাই ব‍্যবসায়ী সিরাজ ভাইয়ের কাছে নিয়ে গেলে তিনি একটি চৌচালা ঘর তৈরির প্রতিশ্রুতি দেন। আজ একটি চৌচালা ঘর তৈরির যাবতীয় সরঞ্জাম এবং ঘর তৈরির শ্রমিকের মজুরিসহ প্রায় দুইলক্ষ টাকার সামগ্রী বুঝিয়ে দিয়েছেন। আমরা পরিবারের সদস্যরা সিরাজ ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ।

এসময় কাউন্সিলর নাসির উদ্দিন রনি বলেন, পৌর ৯ নম্বর ওয়ার্ড আমার নিজের এলাকা। আগুন লাগার খবর শোনা মাত্রই ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে বসত বাড়ির সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে যায়। তৎক্ষণাৎ ওই স্থানে আগুনে পোড়া তিনটি পরিবারকে এক মাসের খাবারের ব‍্যবস্থা করি। এরমধ্যে ফারুক শেখের পরিবারের সবকিছু পুড়ে যায়। সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে তার। পরের দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রকে নিয়ে ভুক্তভোগী পরিবারের বাড়িতে উপস্থিত হয়ে নগদ সাহায্য তুলে দেয়া হয় এবং সরকারি ভাবে কিছু টিনের ব‍্যবস্থা করা হয়েছে। আশা করি অচিরেই এসব পেয়ে যাবে পরিবার তিনটি। সরকারি প্রসেসিং একটু দেরি হওয়াতে পরিবারের অসহায়ত্ত্বের কথা ব‍্যবসায়ী সিরাজ ভাইকে বললে তিনি ক্ষতিগ্রস্ত ফারুক শেখের ঘর তৈরির প্রতিশ্রুতি দেন। একদিন ভুক্তভোগী পরিবারের ফারুক শেখকে নিয়ে সিরাজ ভাইয়ের কাছে গেলে তিনি সবকিছু শুনে নিজ খরচে ঘর করে দেয়ার কথা বলেন। আজ তা বাস্তবে রূপ নিচ্ছে। সিরাজ ভাইয়ের এ মানবিক কাজের জন‍্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আগুনে পোড়া নিশ্ব পরিবারের কাছে ঘরের সরঞ্জাম তুলে দিয়ে কাজের উদ্বোধন সম্পর্কে ব‍্যবসায়ী মো. সিরাজুল হক বলেন, আমি বিভিন্ন পত্রিকার সংবাদের মাধ্যমে এবং পৌর ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের মুখে পরিবার তিনটির অসহায়ত্ত্বের কথা শুনে এর মধ্যে ফারুক শেখের সবচেয়ে বেশী ক্ষতির কথা শুনে তার বসবাসের জন‍্য একটি চৌচালা ঘরের ব‍্যবস্থা করার প্রতিশ্রুতি দেই। আমার প্রতিশ্রুতি রক্ষায় আজ এ ঘর নির্মাণকাজের যাবতীয় সরঞ্জাম পরিবারের হাতে বুঝিয়ে দিতে পেরে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। অসহায় পরিবারের পাশে এভাবেই যেনো সারাজীবন থাকতে পারি এজন্য সবার কাছে দোয়া কামনা করছি। আজ আমি আমার সামান্য চেষ্টায় একটি ঘরের ব‍্যবস্থা করলাম এবং সমাজের যেসকল বিত্তবান মানুষ আছেন তাদেরকে পরিবার তিনটির পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৬ এপ্রিল বৃহস্পতিবার চুলার আগুন থেকে তিনটি বসতঘর ও চারটি রান্না ঘরসহ মোট সাতটি ঘর পুড়ে যায়। তিনটি পরিবারের মধ্যে ২টি পরিবারের ক্ষতি কম হলেও ফারুক শেখের পরিবারের সর্বত্র আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন