জনপ্রিয় হয়ে উঠছে জুলহাস কবীরের “ইমপ্রেসিভ বাংলাদেশ”

ইমপ্রেস বাংলাদেশ এর লোগো ও জুলহাস কবির সুজন।

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তথ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে দর্শকের সামনে তুলে ধরতে ‘ইমপ্রেসিভ বাংলাদেশ’নামে ডকুমেন্টরি শো নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন সাংবাদিক জুলহাস কবীর। অনুষ্ঠানটির উপস্থাপনা, গবেষণা ও পরিচালনা করেছেন তিনি নিজেই।

এরিমধ্যে ধারাবাহিক অনুষ্ঠানটির ১৫টি পর্ব প্রচারিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ২৪ এ। আগামি শনিবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠানটির ১১ তম পর্ব প্রচারিত হবে ।

গেলো বছর ৭ অক্টোবর হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩ এর নির্মাণ কাজ নিয়ে তৈরি করা হয় অনুষ্ঠানটির প্রথম পর্ব। যেখানে প্রকল্পটির শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে ।এই অনুষ্ঠানটির মাধ্যমে দর্শকরা নতুন টার্মিনাল সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়েছেন।

বিজ্ঞাপন

এরপর একে একে মেট্রোরেল, কক্সবাজার রেল প্রকল্প, সমুদ্রের বুকে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে নির্মাণ গল্প, হাজারী গুড়ের ইতিহাস ঐতিহ্যসহ দেশে বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে বাকি পর্বগুলো নির্মাণ করা হয়। প্রতিটি পর্বই বেশ দর্শক সড়া ফেলেছে। আগামিতে দেশের অবকাঠামো উন্নয়নে নেয়া প্রকল্পের পাশাপাশি দেশের অর্থতৈকি খাতে উন্নয়নের অদম্য বাংলাদেশকে ভিন্ন ভাবে তুলে ধরতে চান সাংবাদিক জুলহাস কবীর। এছাড়া দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিসহ নানা বিষয়ে আগামির পর্বগুলো নির্মাণের পরিকল্পনা রয়েছে তার।

ইমপ্রেসিভ বাংলাদেশের প্রতিটি পর্বের মাধ্যমে বদলে যাওয়া বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার সুযোগ হবে বলেও মনে করেন জুলহাস কবীর। এজন্য ইমপ্রেসিভ বাংলাদেশের টিম দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

জুলহাস কবীর ২০১০ সাল থেকে একুশে টেলিভিশনে রিপোর্টার ও ২০১৪ সাল থেকে আরটিভিতে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি এই অনুষ্ঠানটি নিয়মিত তৈরি করতে চান। এছাড়া নিজের উপস্থাপনা ও পরিচালনায় টেলিভিশনের জন্য ভ্রমণ বিষয়ক আরও একটি ট্রাভেল শো তৈরির কাজ করছেন তিনি। দ্রুতই সেটি টেলিভিশনে নিয়মিত প্রচারিত হবে বলে জানান জুলহাস কবীর।

বিজ্ঞাপন

প্রতি শনিবার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোরে বিকেল সাড়ে চারটায় প্রচারিত হয় ইমপ্রেসিভ বাংলাদেশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা আগামীকাল বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীনগরে উপজলা নির্বাচনে টাকা বিতরণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধর নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু কচুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অনুমোদন পেল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি নদীর ঢেউয়ে জীবন জড়াচ্ছে বাপ-দাদার পেশায়,শিক্ষা বিমুখ জেলে পল্লীর অধিকাংশ শিশু বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট আনসারে স্বেচ্ছাচারিতা অনিয়ম-দুর্নীতি ও কোটি টাকার চাঁদাবাজি ! বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু তানোরে জলাশয় ভরাট, প্রশাসন নিরব !