ঢাকার রামপুরায় একটি অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি যান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সোমবার (২৪ মার্চ) ভোর ৫টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান তারা। খবর পাওয়ার পরপরই খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সময় গ্যারেজটিতে বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা রাখা ছিল। আগুনে এসব যান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।