জুলাই-আগস্ট আন্দোলনে আহত ছাত্র-জনতার উদ্যোগে মঙ্গলবার ‘র্যালি ফর জাস্টিস’ নামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১টা ১০ মিনিটে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ ব্যানারে রিকশা মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানে মানবাধিকার সমাবেশে যোগ দিয়েছিল।
সেখানে মায়ের ডাক নামে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্ল্যাটফর্মের আয়োজনে এই মানবাধিকার সমাবেশ আয়োজন করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে এই মানবাধিকার সমাবেশে আয়োজন করা হয়।
মায়ের ডাক-এর স্বেচ্ছাসেবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইব্রাহীম মাহমুদ বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যে ভুক্তভোগীদের গণজমায়েত শুরু হয়েছে। সেখানে বিভিন্ন স্থান থেকে ভুক্তভোগীরা অংশ নিয়েছিলেন।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে যারা অন্যায়ভাবে নিপীড়নের শিকার হয়েছে, তারা অংশ নিয়েছে। সেখানে ওয়ারিয়র্স অব জুলাই-এর ব্যানারে গত জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরাও এসেছেন। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।