মতলব উত্তরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

0

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা।

মেলা উদ্বোধন শেষে ষ্টল ঘুরে দেখেন ইউএনও এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। এসময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সালাউদ্দিন।

মেলায় কৃষি প্রযুক্তি, বীজ, বিভিন্ন প্রজাতির চারা, জৈব সার ব্যবস্থাপনা সহ নানান প্রযুক্তির প্রায় ১০টি ষ্টল বসে। মেলা উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকেরা অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর