মানবদেহে পুষ্টির চাহিদা মেটাতে ও জিংক ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১৬৫ জন প্রান্তিক কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিংক ও আয়রন সমৃদ্ধ ধানের ভিত্তি বীজ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের আয়োজনে উপজেলার পাড়িয়া ও আমজানখোর ইউনিয়নের ইউনিয়ন ফেডারেশন কার্যালয়ে কৃষকদের প্রশিক্ষণ ও ধানের বীজ বিতরণ করা হয়।
প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বালিয়াডাঙ্গী শাখার ব্যবস্থাপক ফজলে রাব্বী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
এছাড়া আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্ট প্লাস প্রোগ্রাম” এর রিঅ্যাক্টস- ইন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের কৃষি ও পরিবেশ বিষয়ক টেকনিক্যাল কর্মকর্তা মো. রবিউল আলম ও মো. মামুনুর রশিদ সহ স্থানীয় কৃষক-কৃষাণিরা।
প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথিরা, মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি পূরণের উপায়সহ জিংক এবং আয়রন সমৃদ্ধ ধানের বিভিন্ন জাত, উৎপাদন প্রযুক্তি বিষয়ে আলোচনা করেন। সুস্থ, সবল ও মেধাবী সমাজ গড়তে দিনে এবার হলেও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার পরামর্শ প্রদানসহ জিংক ধান চাষ বৃদ্ধি করার বিষয়ে জোর দেন। আর এসব জাতের ধান মানুষের হাতের নাগালে পৌঁছাতে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার জন্য কৃষকদের অনুরোধ জানান তারা।
পরে কৃষক-কৃষাণীদের ব্রি ধান ৭৪ ও ১০০ জাতের ৪ কেজি করে ধানের বীজ প্রদান করা হয়। এতে ধানের বীজ পেয়ে খুশি তারা। বোরো মৌসুমে এপর্যন্ত উপজেলাটিতে ৭০০ জন প্রান্তিক কৃষককে প্রশিক্ষণ ও ধানের বীজ প্রদান করা হয়।